আইনের বিরোধিতা মানে দেশদ্রোহী নয়: হাইকোর্ট

আইনের বিরোধিতা মানে দেশদ্রোহী নয়: হাইকোর্ট

3 stocks recomended

মুম্বই: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভকারীদের স্বস্তি দিল বোম্বে হাই কোর্টের একটি বেঞ্চ।  বোম্বে হাইকোর্টের ঔরাঙ্গাবাদ বেঞ্চ জানিয়েছে সিএএ বিরোধী বিক্ষোভ মানেই দেশদ্রোহী নয়। কোনও নাগরিকের আইন পছন্দ নাই হতে পারে। তার জন্য তিনি বিক্ষোভ দেখাতে পারেন। কিন্তু তার মানে তিনি দেশদ্রোহী হয়ে যাবেন না বলে বোম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছে। মহারাষ্ট্রের বিড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভ সংক্রান্ত একটি মামলায় বম্বে হাই কোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চে এই তাৎপর্যপূর্ণ মন্তব্য করে।

বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সরকারের আনা আইন সকলের পছন্দ নাই হতে পারে। নিজেদের অধিকারের দাবিতে তাঁরা বিক্ষোভ দেখাতেও পারেন। কিন্তু তার অর্থ কখনই হয় না, তারা দেশদ্রোহী। শান্তিপূর্ণভাবে যাঁরা বিক্ষোভ করছেন, তাঁদের স্বার্থক্ষুন্ন রাখার দায়িত্ব আদালতের বলেও বোম্বে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়। এই প্রসঙ্গে তারা গান্ধিজীর আন্দোলনের প্রসঙ্গ তুলে এনেছেন বলে জানা গিয়েছে। সরকার বিরোধিতা করে, এনআরসি, সিএএ বিরোধিতা করে যাঁরা যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, আন্দোলন করছেন, তাঁদের দেশদ্রোহী বলে গেরুয়া শিবিরের একাংশ মন্তব্য করা হয়েছে। সেই মন্তব্যের উপযুক্ত জবাব দিয়েছে আদালত বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে।

নাগরিকত্ব আইন সংক্রান্ত মামলাটিতে আদালতের আক্ষেপ, “দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে এই দেশের নাগরিকদের এখনও নিজেদের অধিকারের জন্য নিজেদের নির্বাচন করা সরকারের বিরুদ্ধেই আন্দোলন করতে হয়। এ ক্ষেত্রে কোন পক্ষের অধিকার হরণ করা হচ্ছে, তা খতিয়ে দেখবে আদালত।” উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখাচ্ছেন নাগরিকরা। এঁদের বিরুদ্ধে সরকার পক্ষের জনপ্রতিনিধিদের বয়ানবাজির অন্ত নেই। গেরুয়া শিবিরের অনেক নেতাই সিএএ বিরোধীদের দেশদ্রোহী হিসেবে দেগে দিয়েছেন। আদালতের এই মন্তব্য তাঁদের জন্য কড়া জবাব বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *