নয়াদিল্লি: ভোটের কারচুপি রুখতে ইভিএম’র সঙ্গে ভিভিপ্যাট গণনার সামঞ্জস্য বজায় রাখার দাবি জানিয়ে নির্বাচন কমিশনে গেলেন বিরোধীরা। বৈঠক শেষে জমা দিয়েছেন স্মারকলিপিও। ২৩টি বিরোধী রাজনৈতিক দল দাবি করেছে, আসন্ন নির্বাচনে পঞ্চাশ শতাংশ ক্ষেত্রে ইভিএম’র সঙ্গে যেন ভিভিপ্যাট গণনার ব্যবস্থা থাকে। যে চিহ্নে ভোট পড়েছে তার সঙ্গে ফলাফলের যেন মিল থাকে, সেই বিচারের ব্যবস্থাও থাকা উচিত বলে দাবি করেছেন বিরোধী নেতারা।
মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা এবং নির্বাচন কমিশনার অশোক লাভাসার সঙ্গে ওইদিন দু’ঘণ্টা বৈঠকের পর একটি স্মারকলিপি পেশ করেন তাঁরা। প্রতিনিধি দলের পক্ষ থেকে ছিলেন মহম্মদ সেলিম৷ নির্বাচন কমিশন যদিও এবিষয়ে কোনও নির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি বলেই জানা গিয়েছে। তবে এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। পঞ্চাশ শতাংশ ইভিএম’র ফলাফলের সঙ্গে ভিভিপ্যাটের ফল মিলিয়ে দেখার দাবি জানিয়েছেন প্রতিনিধিরা। মূলত ইভিএম নিয়ে অভিযোগ বেড়েই চলছিল। ইভিএম বিকৃতি রুখতেই বিরোধীরা একযোগে ওই দাবি তুলেছেন বলে জানা গিয়েছে।