মোদি-রাহুলের ঘুম উড়িয়ে তৃতীয় ফ্রন্ট গঠনে বড় পদক্ষেপ বিরোধীদের

চেন্নাই ও হায়দরাবাদ: তৃতীয় ফ্রন্টের জল্পনা বাড়িয়ে সোমবার ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন চেন্নাইয়ে আলোয়ারপেটে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন কেসিআর। ক্ষণিকের ওই বৈঠকে অবিজেপি ও অকংগ্রেসি জোটের বাইরে গিয়ে তৃতীয় বা ফেডারেল ফ্রন্টে যোগ দেওয়ার জন্য স্ট্যালিনকে অনুরোধ করেন কেসিআর। যদিও তাতে সম্মতি দেননি ডিএমকে প্রধান।

মোদি-রাহুলের ঘুম উড়িয়ে তৃতীয় ফ্রন্ট গঠনে বড় পদক্ষেপ বিরোধীদের

চেন্নাই ও হায়দরাবাদ: তৃতীয় ফ্রন্টের জল্পনা বাড়িয়ে সোমবার ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। এদিন চেন্নাইয়ে আলোয়ারপেটে স্ট্যালিনের বাসভবনে গিয়ে দেখা করেন কেসিআর।

ক্ষণিকের ওই বৈঠকে অবিজেপি ও অকংগ্রেসি জোটের বাইরে গিয়ে তৃতীয় বা ফেডারেল ফ্রন্টে যোগ দেওয়ার জন্য স্ট্যালিনকে অনুরোধ করেন কেসিআর। যদিও তাতে সম্মতি দেননি ডিএমকে প্রধান। সূত্রের খবর, স্ট্যালিন উল্টে কেসিআরকে কংগ্রেসের জোটে আসার জন্য আহ্বান জানান।

প্রথম থেকেই কেন্দ্রে অবিজেপি ও অকংগ্রেসি সরকার গঠনের সমর্থক হলেন চন্দ্রশেখর। অন্যদিকে তাঁর ভিন্নমত পোষণ করেন স্ট্যালিন। লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে লড়েছে ডিএমকে। লোকসভার ভোটের শেষ পর্যায়ে এসে দুই নেতার বৈঠক ঘিরে রাজনীতিতে জল্পনা ছিল তুঙ্গে। এমাসের শুরুতে কেরল ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও এইচ ডি কুমারস্বামীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টিআরএস প্রধান।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে। কেন্দ্রে সরকার গড়তে আঞ্চলিক দলগুলি কী ভূমিকা নিতে পারে, এদিন তা নিয়েও স্ট্যালিনের সঙ্গে আলোচনা করেন কেসিআর। রাজনৈতিক মহলের মতে, বিজেপি ক্ষমতায় ফিরবে না বলে ধরে নিচ্ছে বিরোধীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *