মহিলাদের উপর যৌন হেনস্থা রুখতে যোগী রাজ্যে নতুন উদ্যোগ ‘অপারেশন দুরাচারী’

 মহিলাদের যৌন হেনস্থা বা এইধরণের কোনো অপরাধে ধৃতদের উপযুক্ত সাজা দেওয়ার পাশাপাশি তার ছবি পোস্টার আকারে লাগিয়ে দেওয়া হবে শহড় জুড়ে।

লখনউ:  ‘অ্যান্টি-রোমিও’ স্কোয়াডের পরে, এবার উত্তরপ্রদেশ সরকারের নয়া উদ্যোগ ‘অপারেশন দুরাচারী’। নিশানায় যৌন অপরাধী ও মহিলাদের বিরুদ্ধে অপরাধে যুক্ত ব্যক্তিরা। এই উদ্দেশ্যে যোগী রাজ্যে শুরু হচ্ছে নতুন এই অভিযান।

সরকারি মুখপাত্র সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই আধিকারিকদের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই অভিযানে মহিলাদের সঙ্গে অশালীন আচরণ বা যৌন হেনস্থার অভিযোগে ধৃতদের পোস্টার গোটা শহরজুড়ে লাগানো হবে। এই কাজে নিযুক্ত করা হবে মূলত মহিলা পুলিশকে। রাজ্যের শহরগুলিতে মোড়ে মোড়ে, ভিড়ে ঠাসা এলাকায় নজরদারি চালাবেন মহিলা পুলিশ কর্মীরা। এইধরণের কোনও অপরাধী ধরা পড়লে তাকে উপযুক্ত সাজা দেওয়ার পাশাপাশি তার ছবি পোস্টার আকারে লাগিয়ে দেওয়া হবে শহড়জুড়ে। ছাড় পাবে না এই অপরাধীদের মদত দাতারাও। তাঁদের নাম প্রকাশ্যে আনার নির্দেশও দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। এমনকি রাজ্যের কোনো জায়গায় এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তার জন্য জবাবদিহি করতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকেও।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে মহিলাদের সঙ্গে অভব্য আচরন এবং হেনস্থার ঘটনা বেড়েই চলেছে। মূলত ক্রাইম গ্রাফে রাজ্যে এই ধরণের মহিলা সংক্রান্ত অপরাধ বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 7 =