খুলছে এভারেস্ট, জয়ের নেশায় শুরু অভিযান

কলকাতা: গ্রীষ্মকালীন মরশুমের জন্য এভারেস্টের রুট খুলে দেওয়া হল। নেপাল সরকারের পর্যটক মন্ত্রক থেকে জানানো হয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত এভারেস্ট সহ নেপালের প্রায় ২০টি পর্বতশৃঙ্গ অভিযানে যাওয়ার জন্য ৬১৬ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র এভারেস্টে যাওয়ার জন্যই ৩০০ জনকে এখনও পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৬৭ জন ভারতীয় পর্বতারোহী রয়েছেন।

খুলছে এভারেস্ট, জয়ের নেশায় শুরু অভিযান

কলকাতা: গ্রীষ্মকালীন মরশুমের জন্য এভারেস্টের রুট খুলে দেওয়া হল। নেপাল সরকারের পর্যটক মন্ত্রক থেকে জানানো হয়েছে, ১০ এপ্রিল পর্যন্ত এভারেস্ট সহ নেপালের প্রায় ২০টি পর্বতশৃঙ্গ অভিযানে যাওয়ার জন্য ৬১৬ জনের আবেদন মঞ্জুর করা হয়েছে।

যার মধ্যে শুধুমাত্র এভারেস্টে যাওয়ার জন্যই ৩০০ জনকে এখনও পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বাধিক ৬৭ জন ভারতীয় পর্বতারোহী রয়েছেন। ভারতের পরেই এই তালিকায় রয়েছে আমেরিকার ৬৩ জন এবং চীনের ৪০ জন। উল্লেখ্য, রাজ্যের হুগলি জেলার চন্দননগরের পর্বতারোহী পিয়ালি বসাকও এবছর এভারেস্ট অভিযানে উদ্দেশে রওনা দিয়েছেন।

নেপালের পক্ষ থেকে প্রতিবছর এভারেস্ট রুট খোলার দায়িত্বে থাকে সাগরমাথা পলিউশন কন্ট্রোল কমিটি (এসপিসিসি) এবং নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের (এনএমএ) যৌথ দল। নেপাল প্রশাসন সূত্রের খবর, চলতি সপ্তাহের ৮ এপ্রিল থেকে ওই রুট খুলে দেওয়া হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত তা খোলা থাকবে। এবছর আটজন আইসফল ডক্টরসদের একটি যৌথ দল গোটা রুটে দড়ি এবং সিঁড়ি লাগানোর কাজ শেষ করার পর, তা পর্বতারোহীদের জন্য খুলে দেওয়া হয়। এই রুটের মাধ্যমেই এভারেস্ট, লোৎসে এবং নুপৎসে পর্বতশৃঙ্গে যাবেন পর্বতারোহীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =