সময়ে চলছে ট্রেন, বাংলা-সহ ৫৮ রুটে চালু পরিষেবা

সময়ে চলছে ট্রেন, বাংলা-সহ ৫৮ রুটে চালু পরিষেবা

নয়াদিল্লি: করোনা রুখতে দেশজুড়ে চলছে লকডাউন৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যাবশকীয় পণ্যের জোগানে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, তা নিশ্চিত করতে এবার মালগাড়ি পরিষেবার সময়সূচি চালু করল ভারতীয় রেল৷

রেলের তরফে জানানো হয়েছে, লকডাউনের মধ্যেও দেশজুড়ে ৫৮ রুটে ১০৯ টি পণ্যবাহী ট্রেন চালবে৷ ইতিমধ্যেই ২৭টি রুটে পণ্যবাহী ট্রেন চলাচল করেছে৷ আরও ১৭টি রুটে নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করেছে রেল৷ আরও ৪০টি নতুন রুট চিহ্নিত করে সেখানেও পণ্যবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মূলত, কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, হায়দরাবাদ-সহ দেশের বিভিন্ন প্রান্তে এই পণ্যবাহী ট্রেন চলাচল করছে৷ রাজ্যে শিয়ালদহ, শালিমার, হাওড়া, সাঁতরাগাছি ও সাঁকরাইল ও মালদহে এই পণ্য পরিষেবা চালু আছে বলেও রেলের তরফে জানানো হয়েছে৷ তবে, কোনও ভাবেই যাত্রীবাহী ট্রেন চলাচল করছে না৷

রেল সূত্রে খবর, এই পরিষেবার মধ্যে মাছ থেকে শুরু করে ওষুধ, ডিম থেকে শুরু করে ফল, আনাজপাতি থেকে মাস্কের মতো অতিপ্রয়জীন পণ্য পরিবহন করা হচ্ছে৷ সাধারণ মানুষের প্রয়োজন ও চাহিদার উপর ভিত্তিতে এই পরিষেবা দেওয়া হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =