চুরি গেল ২ কোটি ২০ লক্ষ পড়ুয়ার ব্যক্তিগত তথ্য! হ্যাকড ‘আনঅ্যাকাডেমি’ অ্যাপ

চুরি গেল ২ কোটি ২০ লক্ষ পড়ুয়ার ব্যক্তিগত তথ্য! হ্যাকড ‘আনঅ্যাকাডেমি’ অ্যাপ

নয়াদিল্লি:  ভারতের বৃহত্তম অনলাইন লার্নিং বা পড়াশোনার প্ল্যাটফর্মগুলির মধ্যে অন্যতম ‘আনঅ্যাকাডেমি’-র তথ্য চুরির অভিযোগ উঠল৷ এই প্ল্যাটফর্মের ২২ মিলিয়ন ইউজারের চুরি যাওয়া তথ্য উঠল নিলামে৷ সাইবার নিরাপত্তা সংস্থা ‘সাইবার আইএনসি’ জানিয়েছে, একজন হ্যাকার চুরি যাওয়া এই তথ্যগুলির দাম হেঁকেছে ২,০০০ মার্কিন ডলার৷ ওই হ্যাকারের হাতে রয়েছে ২১,৯০৯,৭০৭ রেকর্ড৷ 

যদিও সাইবার আইএনসি’র দাবি, এই ডেটাবেস তারা সংগ্রহ করতে পেরেছে এবং তাদের তথ্য লঙ্ঘন নজরদারি পরিষেবা ব্যবহার করে ‘আনঅ্যাকাডিমি’-র লক্ষ লক্ষ ইউজার বুঝতে পারবেন তাঁদরে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা৷ সম্প্রতি আনঅ্যাকাডেমি জেনারেল আটলান্টিক এবং ফেসবুকের কাছ থেকে ১১০ মিলিয়ন মার্কিন ডলারের ফান্ডিং পেয়েছিল৷ সংস্থার বর্তমান মূল্য ৫০০ মিলিয়ন ডলার৷  

জানা গিয়েছে আনঅ্যাকাডেমি’র চুরি যাওয়া তথ্যগুলির মধ্যে রয়েছে ইউজারদের নাম, হ্যাশ পাসওয়ার্ড (SHA-256), এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হওয়ার তারিখ, শেষ লগইন করার তারিখ, ইমেল অ্যাড্রেস, প্রথম এবং শেষ নাম, অ্যাকাউন্ট প্রোফাইল এবং অ্যাকাউন্ট স্ট্যাটাস (অ্যাকাউন্ট অ্যাকটিভ আছে কিনা)৷  

কিছুদিন আগে, আনঅ্যাকাডেমির কিছু ইউজারের সঙ্গে যোগাযোগ করে ব্লিপিং কম্পিউটার৷ তাঁরা হ্যাক হওয়া তথ্যগুলির সত্যতা যাচাই করে দেখে৷ দেখা যায় হ্যাক হওয়া প্রতিটি তথ্যই সঠিক৷ তবে ব্লিপিং কম্পিউটারের দাবি হ্যাকাররা ইউজার ডেটাবেসের থেকেও অনেক বেশি তথ্য হাতিয়ে নিয়েছে৷ 

আনঅ্যাকাডেমির সহ প্রতিষ্ঠাতা এবং সিটিও হিমেশ সিং তথ্য চুরির বিষয়টি স্বীকার করে নিয়েছেন৷ তবে তাঁর দাবি, শিক্ষার্থীদের সংবেদনশীল তথ্যগুলি সুরক্ষিত রয়েছে৷ সিং বলেন, ‘‘পরিস্থিতির উপর আমরা গভীরভাবে নজর রাখছি৷  আমরা সকল শিক্ষার্থীকে আশ্বস্ত করছি যে, তাঁদের সংবেদনশীল কোনও তথ্য যেমন, অর্থিক তথ্য, লোকেশন বা পাসওয়ার্ড হ্যাক হয়নি৷ আমরা এমন এক এনক্রিপশন মেথড ব্যবহার করে থাকি, যেখান থেকে পাসওয়ার্ড চুরি করা সম্ভব নয়৷ এছাড়াও আমরা ওটিপি’র মাধ্যমে লগইন করে থাকি৷ যা পড়ুয়াদের বাড়তি সুরক্ষা দিয়ে থাকে৷   

আনঅ্যাকাডেমি-র ওয়েবসাইটে বলা হয়েছে, তাদের প্ল্যাটফর্ম থেকে ৩ লক্ষ ছাত্রছাত্রী উপকৃত হয়েছেন৷ অনলাইনে তাদের ২,৪০০র বেশি অনুশীলনী আছে৷ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষার জন্য রয়েছে বিশেষ কোর্স৷ প্রতি মাসে এই প্ল্যাটফর্ম ভিজিট করে প্রায় ২ মিলিয়ন ইউজার৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *