নয়াদিল্লি : ফের মাথায় হাত পড়তে চলেছে মধ্যবিত্তের৷ ফের দাম বাড়তে চলেছে পিঁয়াজের৷ পেঁয়াজের ওপর থেকে কেন্দ্র ভর্তুকি তুলে নিতেই লাফিয়ে বাড়তে চলেছে পিঁয়াজের দাম৷
ভর্তুকি তুলে নেওয়ায় ঘরোয়া বাজারে পিঁয়াজের দাম বিপুল পরিমানে বাড়বে বলেই আশঙ্কা ব্যবসায়ীদের৷ বিশেষজ্ঞরা মনে করছে, এবার এক ধাক্কায় প্রায় ৫০ শতাংশ দাম বাড়তে পারে পিঁয়াজের৷ শুধু ভর্তুকি তুলে নেওয়ায় নয়, রফতানির ওপর থেকে ১০ শতাংশ ইনসেনটিভ বন্ধ করার সিদ্ধান্ত কেন্দ্রের৷ আগমী ৩০ জুন থেকে নয়া ব্যবস্থা কার্যরকর হবে৷ আর তাতেই বাজারে প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে৷