দুর্ঘটনার কবলে ONGC হেলিকপ্টার, আরব সাগরে হল জরুরি অবতরণ

দুর্ঘটনার কবলে ONGC হেলিকপ্টার, আরব সাগরে হল জরুরি অবতরণ

 মুম্বই: মঙ্গলবার বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ওএনজিসির একটি হেলিকপ্টার। এদিন হঠাৎই মাঝ আকাশে ওই কপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং তার জেরে ওই হেলিকপ্টারের জরুরি অবতরণ করাতে হয় আরব সাগরে। জানা যাচ্ছে যে সময় হেলিকপ্টারটি দুর্ঘটনাগ্রস্ত হয় সেই সময় ওই কপ্টারের দুজন চালক ছাড়াও মোট ৯ জন যাত্রী ছিলেন। তাঁরা সকলেই ওয়েনজিসির কর্মী বলে জানা যাচ্ছে। তাঁদের মাঝ সমুদ্র থেকে ইতিমধ্যেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে উদ্ধারকারী দল সূত্রে খবর।

জানা গিয়েছে, মাঝ আকাশে বিপত্তি ঘটার পরই আরব সাগরের মুম্বই হাইতে সাগর কিরণ রিগে হেলিকপ্টারটির জরুরি অবতরণ করা হয়। দুই পাইলট ছাড়া বাকি ছয়জনই ONGC-র কর্মী। তাঁদের মধ্যে একজন চুক্তিভিত্তিক কর্মীও ছিলেন ওই হেলিকপ্টারে। দুর্ঘটনার পর তাঁদের ফ্লোটারের মাধ্যমে নামিয়ে আনার চেষ্টা করা হয়। হেলিকপ্টারের সঙ্গেই ওই ফ্লোটারগুলি ছিল। কিন্তু, ঠিক কী কারণে হেলিকপ্টারটির জরুরি অবতরণ হল, তা এখনও জানা যায়নি। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রের নীচে একাধিক রিজার্ভার থেকে তেল সংগ্রহ করার জন্য আরব সাগরে রিগ তৈরি করেছে ওএনজিসি। এদিন এমারজেন্সি ল্যান্ডিংয়ের পর এমনই একটি রিগে নামিয়ে আনা হয় হেলিকপ্টারটি।

মাত্র দু’দিন আগেই অর্থাৎ রবিবার বড়সড় হেলিকপ্টার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার উত্তরপ্রদেশের মন্দির শহর বারানসি থেকে রাজধানীর লখনউ যাওয়ার পথে হঠাৎই একটি পাখির ধাক্কা লাগে যোগীর হেলিকপ্টারে এবং তার জেরে কপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর ওই হেলিকপ্টারেরও জরুরি অবতরণ করাতে হয়েছিল। পরে আরও একটি হেলিকপ্টারে এসে মুখ্যমন্ত্রীকে লখনউতে তাঁর কার্যালয়ে পৌঁছে দেয়। যদিও ওই ঘটনাতেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এইভাবে দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় সমগ্র যোগীরাজ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + seventeen =