ভূপাল: একরাতে নাইট ক্লাবে উড়িয়েছেন আট কোটিরও বেশি টাকা৷ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ভাইপো রাতুল পুরীর বিরুদ্ধে অর্থ তথরুপ মামলায় এমন চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷
মার্কিন নাইট ক্লাব এই শুধু নয়, চার্জশিটে রাতুলের বিলাসবহুল জীবন যাত্রা তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা৷ পাশাপাশি রাতুল এবং তাঁর পরিচালিত সংস্থার নামেও ৮ হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে বলে চার্জশিট পেশ করে দাবি জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
কমল নাথের ভাইপো রাতুল পরীদের পারিবারিক সংস্থা মোজারবিয়ার ইন্ডিয়া লিমিটেড ২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক থেকে মোটা অঙ্কের ঋণ নেয়৷ কিন্তু নির্দিষ্ট সময় পরে তা ফেরত না দেওয়ায় এই নিয়ে তদন্ত শুরু করে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ শেষ পর্যন্ত ২০১৯ সালে এপ্রিলে ওই সংস্থা অ্যাকাউন্ট নিস্ক্রিয় করে দেওয়া হয়৷ রাতুল পুরীর ও তাঁর বাবা-মার বিরুদ্ধে ৩৫৪ কোটি টাকা নয়ছয়ের অভিযোগ দায়ের করে ব্যাংক কর্তৃপক্ষ৷ এইসব আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে নামে ইডি৷ তদন্তের পর যে প্রাথমিক চার্জশিচ জামা পড়েছে, তাতে টাকা নয়ছয় এবং রাতুলের বিলাসবহুল জীবনযাপন কিছুটা আন্দাজ পাওয়া গিয়েছে৷
চার্জশিটের একটি অংশে বলা হয়েছে, লেনদেনের নথিপত্র খুটিয়ে পরীক্ষা করা হয়েছে৷ জানা গিয়েছে, রাতুল বহু টাকা খরচ করছে দেশে-বিদেশের বিভিন্ন নাইট ক্লাবে৷ জানা গিয়েছে, আমেরিকার একটি নাইট ক্লাবে এক রাতে অন্তত ১১ লক্ষ ৩৪ হাজার মার্কিন ডলার, ভারতীয় আট কোটি ১৩ লক্ষ টাকার বেশি৷ সূত্রের খবর তদন্তকারী আধিকারিকরা শুরুতে যা অনুমান করেছিলেন, তার থেকে অনেক বেশি দুর্নীতি করেছেন রাতুল৷