অপহরণ করে টানা একমাস মহিলাকে গণধর্ষণ

জয়পুর: এক বিবাহিত মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল ছ’জন ব্যক্তির বিরুদ্ধে। রবিবার পুলিশ জানিয়েছে, গত একমাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল ওই মহিলা থানায় এসে ছ’জনের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। নাগাউর জেলার লাডনু থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, বিকাশ কুমার, রাজুরাম, দেশরাজ, বলবীর, মোটারাম ও বিদ্যাধর নামে ছ’জন ব্যক্তি তাঁকে

অপহরণ করে টানা একমাস মহিলাকে গণধর্ষণ

জয়পুর: এক বিবাহিত মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ উঠল ছ’জন ব্যক্তির বিরুদ্ধে। রবিবার পুলিশ জানিয়েছে, গত একমাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল ওই মহিলা থানায় এসে ছ’জনের বিরুদ্ধে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ দায়ের করেন।

নাগাউর জেলার লাডনু থানায় দায়ের করা অভিযোগে তিনি জানান, বিকাশ কুমার, রাজুরাম, দেশরাজ, বলবীর, মোটারাম ও বিদ্যাধর নামে ছ’জন ব্যক্তি তাঁকে শিকার ও চুরু জেলার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে। মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযোগ দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + eleven =