শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন আরও এক মখ্যমন্ত্রী!

কর্ণাটক: দীর্ঘ লড়াই করে গড়েছেন সরকার৷ কিন্তু, সরকার গঠনের পর থেকেই একাধিক বার ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ এবার খারাপ ফলাফলের জেরে ইস্তফা দিতে পারেন কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ আশঙ্কা আগেই ছিল, এই রাজ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের সামলে রাখা গেলে কংগ্রেস যদি খারাপ ফল করে, সেক্ষেত্রে তাদের আর আটকে রাখা যাবে না৷

শোচনীয় হার, ইস্তফা দিচ্ছেন আরও এক মখ্যমন্ত্রী!

কর্ণাটক: দীর্ঘ লড়াই করে গড়েছেন সরকার৷ কিন্তু, সরকার গঠনের পর থেকেই একাধিক বার ইস্তফা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷ এবার খারাপ ফলাফলের জেরে ইস্তফা দিতে পারেন কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী কুমারস্বামী৷

আশঙ্কা আগেই ছিল, এই রাজ্যে কংগ্রেসের বিক্ষুব্ধ নেতাদের সামলে রাখা গেলে কংগ্রেস যদি খারাপ ফল করে, সেক্ষেত্রে তাদের আর আটকে রাখা যাবে না৷ ফল প্রকাশের পরই সেই জল্পনা আরও জোরালো হল৷ সোমবারই মুখ্যমন্ত্রী হিসেবে একবছর পূর্ণ করেছেন কুমারস্বামী৷ একবছর এক দিনের মাথায় সরকার পতনের জোর জল্পনা শুরু হয়েছে৷

আরও পড়ুন: শোচনীয় হার, ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী

ফলাফল বলছে, মোট ২৮টি আসনের মধ্যে বিজেপি জোট একায় ২৪টি আস দখল করার পথে৷ কংগ্রেস জেডিএসের দখলে আসতে চলেছে মাত্র ৪টি আসন৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন করে ঘোড়া কেনা বেচার আশঙ্কায় ইস্তফা দেওয়ার পথে হাঁটতে পারেন মুখ্যমন্ত্রী৷ আশঙ্কা, ফল প্রকাশের পর কংগ্রেসের একাংশ দল ত্যাগ করে বা জোট থেকে সমর্থন প্রত্যা করতে পারেন৷ সেক্ষেত্রে শাসকের চেয়ারে বসা হবে না তাঁর। ইতিমধ্যেই কুমারস্বামী সরকার ভেঙে দেওয়ার হুমকি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডি ভি সদানন্দ গৌড়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + four =