সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

সর্বোচ্চ সন্তান থাকা পরিবারকে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

মিজোরাম: উলট পুরাণ! সর্বোচ্চ সন্তান থাকলে, সেই পরিবার ১ লক্ষ টাকা পুরস্কার পাবে বলে ঘোষণা করলেন মিজোরামের ক্রীড়ামন্ত্রী রবার্ট রোমাইয়া৷ তবে সর্বোচ্চ সংখ্যক সন্তান মানে কতজন, তা উল্লেখ করেননি আইজল পূর্ব-২ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী।

গোটা দেশের নিরিখে মিজোরামের জনঘনত্বের ছবিটা একেবারেই অন্যরকম৷ জনঘনত্বের দিকটি বিচার করে ছোট মিজো সম্প্রদায়কে জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহিত করতেই রবার্ট রোমাইয়া এমন ঘোষণা করেছেন৷ ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, মিজোরামের জনসংখ্যা মাত্র ১০ লক্ষ ৯১ হাজার। রাজ্যের মোট আয়তন প্রায় ২১ হাজার ৮৭ বর্গকিলোমিটার। এর ৯১ শতাংশই ঘন জঙ্গলে ঘেরা৷ রাজ্যে প্রতি বর্গকিলোমিটারে ৫২ জন লোক বসবাস করে। যেখানে গোটা দেশে প্রতি বর্গ কিলোমিটারে ৩৮২ জন বসবাস করেন৷ ভারতে সর্বনিম্ন জনঘনত্বের দিক থেকে মিজোরাম দ্বিতীয় স্থানে রয়েছে। সবচেয়ে কম জনঘনত্বের দিক থেকে অরুণাচল প্রদেশ প্রথম। সেখানে প্রতি বর্গকিলোমিটারে মাত্র ১৭ জন লোক বসবাস করেন।

ফাদার্স ডের দিন রবার্ট বলেন, ‘বন্ধ্যাত্বের হার ও জন্মহার হ্রাস পাওয়া নিয়ে অনেক দিন ধরেই চিন্তিত রাজ্য প্রশাসন৷’ তাই এমন ঘোষণা করেছেন বলেও জানান তিনি৷ পাশাপাশি মিজোরামের ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, তাঁর ছেলে যে উত্তর-পূর্বের পরামর্শদাতা সংস্থার মালিক, সেই সংস্থার তরফেই ১ লক্ষ টাকার পুরস্কার মূল্যটি প্রদান করা হবে৷ প্রসঙ্গত, আইজল এফসি-র মালিক রবার্টের ক্লাবেরও প্রধান স্পনসরও ছেলের সংস্থা। তবে বিশ্বের সম্ভবত সবচেয়ে বড় পরিবারটি মিজোরামেই রয়েছে। সেই পরিবারের সদস্য ৭৬ বছরের বৃদ্ধ জিওনা চানা দিন কয়েক আগে প্রয়াত হয়েছেন। ৩৮ জন স্ত্রী, ৮৯টি ছেলেমেয়ে ও ৩৩টি নাতি নাতনি নিয়ে ছিল তাঁর ভরা সংসার৷ যা নিয়ে সকলেই ভীষণ বিস্মিত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − thirteen =