লখনউ: আজ থেকে উত্তরপ্রদেশের ৪০ লাখ সরকারি কর্মচারী সাতদিনের ধর্মঘট শুরু করেছেন। বর্তমান পেনশন প্রকল্প প্রত্যাহার করার দবিতে এই ধর্মঘট। শিক্ষক, ইঞ্জিনিয়ার, তহশিলদার এবং পরিবহান বিভাগের কর্মীরা এই ধর্মঘটে অংশ নিচ্ছেন।
তারা পুরানো পেনশন প্রকল্পই চান। এই ধর্মঘটের মোকাবিলায় সোমবার রাতেই এসমা জারি করেছে যোগী আদিত্যনাথের সরকার ছ’মাসের জন্য এসমা আইনে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ ধর্মঘটীদের গ্রেফতার করতে পারে। পুরসভা ও পঞ্চায়েত সহ সর্বত্র ধর্মঘট নিষিদ্ধ করা হয়েছে। এসমা আইনে অত্যাবশ্যকীয় পরিষেবায় কাজ বন্ধ করা যায় না।