এক দেশ, এক নির্বাচন ব্যবস্থায় বড় পদক্ষেপ, জানালেন রাজনাথ

নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ব্যবস্থা চালুর লক্ষ্যে ডাকা সর্বদল বৈঠক সফল৷ সর্বদল বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দলই প্রস্তাব সমর্থন করেছে বলে দাবি করলেন রাজনাথ সিং৷ সমর্থন কংগ্রেসেরও৷ দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি গড়ন করা হবে বলেও ঘোষণা মোদি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের৷ সর্বদল বৈঠক শেষে রাজনাথ জানান, নরেন্দ্র মোদি এক

এক দেশ, এক নির্বাচন ব্যবস্থায় বড় পদক্ষেপ, জানালেন রাজনাথ

নয়াদিল্লি: এক দেশ, এক নির্বাচন ব্যবস্থা চালুর লক্ষ্যে ডাকা সর্বদল বৈঠক সফল৷ সর্বদল বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দলই প্রস্তাব সমর্থন করেছে বলে দাবি করলেন রাজনাথ সিং৷ সমর্থন কংগ্রেসেরও৷ দ্রুত এই ব্যবস্থা কার্যকর করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কমিটি গড়ন করা হবে বলেও ঘোষণা মোদি কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ের৷

সর্বদল বৈঠক শেষে রাজনাথ জানান, নরেন্দ্র মোদি এক দেশ, এক নির্বাচন চালু করতে একটি কমিটি গঠন করবেন৷ কমিটির সময়সীমাও বেঁধে দেওয়া হব৷ কমিটির দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি৷  একই সঙ্গে তিনি দাবি করেন, মোদির দেওয়া এক দেশ, এক নির্বাচনের জন্য র্বদল বৈঠকে অংশ নেওয়া বেশিরভাগ দলই প্রস্তাব সমর্থন করেছে৷ প্রস্তাবিত কমিটির গঠন কেমন হবে? কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হবে? কারা কমিটিতে থাকবেন? সে ব্যাপারে প্রধানমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন বলেও জানান রাজনাথ৷

তবে, এদিনের সর্বদলে গরহাজির ছিল তৃণমূল সহ একাধিক বিরোধী দল৷ যারা আজ বৈঠকে অংশ নেয়নি, তারা এই প্রস্তাব সমর্থন করেননি বলেও গরহাজির ছিলেন বলেও দাবি করেন রাজনাথ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করে সংসদীয় বিষয়কমন্ত্রীকে চিঠি লেখেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, তিনি বৈঠকে যাবেন না৷ কেন্দ্রকে পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সারা দেশে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচন করানো নিয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত না নিয়ে বরং সব দলকে শ্বেতপত্র পাঠানো হোক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − five =