এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা কার্যকর করছে কেন্দ্র

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কটজনক৷ বিরোধীদের সমালোচনাকে কিছুটা সামাল দিতে ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের সভাপতিত্বে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে গত বৃহস্পতিবার এই বিষয়টি দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য খাদ্যের অধিকার সুনিশ্চিত করতে শিগগিরই চালু হতে চলেছে৷ ভর্তুকিযুক্ত

3 stocks recomended

নয়াদিল্লি: দেশের অর্থনৈতিক পরিস্থিতি সঙ্কটজনক৷ বিরোধীদের সমালোচনাকে কিছুটা সামাল দিতে ‘এক দেশ, এক রেশন কার্ড’ ব্যবস্থার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ানের সভাপতিত্বে রাজ্যগুলির খাদ্য সচিবদের বৈঠকে গত বৃহস্পতিবার এই বিষয়টি দ্রুত কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ সমাজের দরিদ্র, পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য খাদ্যের অধিকার সুনিশ্চিত করতে শিগগিরই চালু হতে চলেছে৷ ভর্তুকিযুক্ত খাদ্যশস্য যাতে কোনও সমস্যা ছাড়াই সবার কাছো পৌঁছতে পারে, সেই কারণেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে৷

এর ফলে এক রাজ্য থেকে অন্য রাজ্যে শ্রমিকের কাজ করতে যাওয়া মানুষেরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে৷ ঠিকানা বদলালেই আর রেশন কার্ড বদলানোর হ্যাপা না থাকলে ভর্তুকির খাদ্যশস্য সহজে সবার কাছে পৌঁছে যাবে৷ এর ফলে একজন গ্রাহকের কাছে একাধিক রেশন কার্ড গোপনে ব্যবহারের প্রবণতাও বন্ধ হবে৷ রামবিলাস পাসওয়ান জানিয়েছেন এই ব্যবস্থা চালু হলে যে কোনও গ্রাহক যে কোনও পিডিএস দোকান থেকে রেশন তুলতে পারবেন৷ এর ফলে রেশন সরবরাহ ঘিরে দুর্নীতির সম্ভাবনাও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি৷ এছাড়া দেশজুড়ে রেশন কার্ডে রিয়েল টাইম অনলাইন ডাটাবেস তৈরি করা হবে৷ প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং ত্রিপুরায় এই ব্যবস্থা ইতোমধ্যেই চালু হয়ে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + six =