Aajbikel

CoWIN অ্যাপ হ্যাক! তথ্য চুরির অভিযোগে ধৃত বিহারের যুবক

 | 
cowin

নয়াদিল্লি: দেশবাসীর তথ্য ফাঁস হচ্ছে কো-উইন অ্যাপ থেকে। অনেক দিন আগে থেকেই বিরোধীরা এমন অভিযোগ তুলেছিল। কিছুদিন আগে তো আবার তৃণমূল কংগ্রেসের তরফে লালবাজারের সাইবার সেলে এই ইস্যুতে এফআইআর দায়ের করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রীয় সরকার অবশ্য এখনও এই ইস্যুকে খুব একটা পাত্তা দেয়নি। তবে তার মধ্যেই বড় ঘটনা ঘটল। কোভিডের এই ওয়েবসাইট বা অ্যাপ হ্যাক করার অভিযোগ একজনকে গ্রেফতার করল পুলিশ। সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। 

দিল্লি পুলিশের স্পেশাল সেল সম্প্রতি বিহার থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগ, মায়ের সহায়তায় এই যুবক এই পোর্টাল থেকে তথ্য নিয়ে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তা পাচার করত। পুলিশ সূত্রে খবর, ওই অভিযুক্তর মা একজন স্বাস্থ্যকর্মী। তাই তার কাছ থেকে ভালোই সাহায্য পেয়েছে এই যুবক। যদিও পুলিশের দাবি, সে তথ্য বিক্রি করেনি। সে সিস্টেম হ্যাক করার চেষ্টা করেছিল আর তাতে সফল হয়েছে। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় চিন্তা বেড়েছে সাধারণ মানুষের যারা কোভিড টিকা নিয়েছেন কারণ তাদের সকলের অনেক তথ্য এই পোর্টালে আছে। 

সরকারের তরফে দাবি করা হয়েছে, কো-উইন পোর্টালে যে ডেটা রয়েছে তা একেবারে সুরক্ষিত। সেখান থেকে কোনও কারচুপি হয়নি। প্রসঙ্গত, এই পোর্টালে ব্যক্তির লিঙ্গ, জন্মতারিখ, আধার কার্ডের নম্বর, ভ্যাকসিন দেওয়ার সেন্টারের নাম উল্লেখ করা আছে। দিল্লি পুলিশ ইতিমধ্যেই টেলিগ্রাম কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে এই ধরনের কারচুপি কারা করেছে।  

Around The Web

Trending News

You May like