দ্বিতীয় দিনেও বাণিজ্য নগরীর রাজপথ কাঁপালেন কয়েক হাজার কৃষক

দ্বিতীয় দিনে পড়ল মহারাষ্ট্রের কিষান লঙ মার্চের। নাসিক থেকে মু্ম্বাই পর্যন্ত ১৮০ কিমি এই লঙ মার্চে অংশ নেন মহারাষ্ট্রের হাজার হাজার কৃষকরা। যদিও বুধবার কিসান লঙ মার্চে বাধা দেবেন্দ্র ফড়নবীশের পুলিশ বলে অভিযোগ এনেছে সারা ভারত কিষান সভা সদস্যরা। ফলে ওই দিন বেশি দূর এগতে পারেননি তাঁরা। বৃহস্পতিবার সকালে সারা ভারত কিষান সভার সভাপতি অশোক

দ্বিতীয় দিনেও বাণিজ্য নগরীর রাজপথ কাঁপালেন কয়েক হাজার কৃষক

দ্বিতীয় দিনে পড়ল মহারাষ্ট্রের কিষান লঙ মার্চের। নাসিক থেকে মু্ম্বাই পর্যন্ত ১৮০ কিমি এই লঙ মার্চে অংশ নেন মহারাষ্ট্রের হাজার হাজার কৃষকরা। যদিও বুধবার কিসান লঙ মার্চে বাধা দেবেন্দ্র ফড়নবীশের পুলিশ বলে অভিযোগ এনেছে সারা ভারত কিষান সভা সদস্যরা। ফলে ওই দিন বেশি দূর এগতে পারেননি তাঁরা।

বৃহস্পতিবার সকালে সারা ভারত কিষান সভার সভাপতি অশোক ধাওয়ালে জানান, বুধবার রাতেই রাজ্য সরকারের তরফ থেকে প্রতিবাদীদের সঙ্গে দেখা করতে আসেন মন্ত্রী গিরিশ মহাজন। তিনি এসে মৌখিক ভাবে কৃষকদের ৮০ শতাংশ দাবি মেনে নিয়েছেন বলে জানান ধাওয়ালে। কিন্তু কিষান সভার পক্ষ থেকে মন্ত্রী গিরিশ মহাজনকে সাফ জানানো হয়েছে তাঁদের সম্মতি মৌখিক নয় লিখিত ভাবে দিতে হবে এবং তাঁরা এই সম্মতি চান সরাসরি মুখ্যমন্ত্রীর কাছ থেকে। এদিনও কিষান সভার পক্ষ থেকে জানানো হয় বিজেপি সরকার রাখেনি কৃষকদের দেওয়া কথা তারই প্রতিবাদে এই লঙ মার্চ। বকেয়া কৃষি ঋণ মকুব, ফসলের ন্যায্য মুল্য, সেচের সুবিধা সহ কৃষকদের জন্য পেনশনের দাবিতে লাঙল ছেড়ে পথে নেমেছেন কৃষকরা। তারা তাঁদের এই দাবি লড়াইয়ের মাধ্যমেই আদায় করে ছাড়বেন। প্রয়োজনে ১২ মাস লড়বেন তাঁরা এই বার্তা দিয়ে আজ ফের পথ চলা শুরু করল কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =