নয়াদিল্লি: দেশের করোনা ভাইরাস পরিস্থিতি আবার উদ্বেগজনক জায়গায় চলে গিয়েছে তার কারণ ওমিক্রন। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আগেই একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল যে ডেল্টার থেকে এই প্রজাতি অনেক বেশি সংক্রামক। সেই আশঙ্কা ধীরে ধীরে সত্যি হতেই শুরু করেছে। অনেকেই আশঙ্কা করছিল যে খুব তাড়াতাড়ি ডেল্টাকে ছাপিয়ে ওমিক্রন হয়ে উঠতে পারে প্রধান সংক্রামক ভাইরাস। ভারতে এখন সেটাই হচ্ছে বলে অনুমান।
সরকারি সূত্র ইতিমধ্যেই দাবি করেছে যে, ভারতে ডেল্টাকে ছাপিয়ে যাচ্ছে ওমিক্রন সংক্রমণ। আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে আগে থেকেই ডেল্টাকে ছাপিয়ে গিয়েছে এই প্রজাতি। এবার ভারতেও একই জিনিস হতে শুরু করেছে বলেই দাবি করা হচ্ছে। আমেরিকা ছাড়া উইরোপের একাধিক দেশে এখন দৈনিক আক্রান্তের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। কোথাও কোথাও তা দৈনিক ১ লক্ষ হচ্ছে। তার জন্য যে পুরোপুরি ওমিক্রন দায়ি তা স্পষ্ট। এবার আশঙ্কা, ভারতেও যদি এইভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে তাহলে দৈনিক সংক্রমণ আমেরিকার সমতুল্য হতে বেশিদিন সময় লাগবে না। আগামী বছর শুরুর দিকে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে এখন থেকেই সতর্কতা জারি করা হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ওমিক্রন নিয়ে ভয় বাড়ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, দেশে আপাতত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। অন্যদিকে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা আজই ১৬ হাজার পার করেছে দেশে৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। প্রায় প্রতিটি রাজ্যে বেড়েছে পডেটিভিটি রেট৷ পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা।