গুজরাত : আয়োজনে কোনও ত্রুটি নেই। বিয়ে বলে কথা। তাই জাঁকজমকে খামতি নেই কোনও। ঘোড়ায় চড়ে সোনালি শেরওয়ানি, গোলাপি পাগড়ি, গলায় মালা পরা বর, বরের পিছনে কমকরেও ২০০ জন বরযাত্রী। তার আগে সঙ্গীত, মেহেন্দি হয়েছে সবই, যা যা হওয়ার। সঙ্গে আত্মীয়, অতিথি অভ্যাগতরা। সবই ছিল। ছিল না কেবল পাত্রীই। কনেহীন এমন বিচিত্র বিয়ে হল গুজরাতের হিম্মতনগরে।
তবে তাতে আদৌ দমেননি অজয় বারোটের বাড়ির লোকজন। গুজরাতি গানের সঙ্গে নাচতে নাচতে তারা গিয়েছে মণ্ডপে। অজয়ের বাবা বিষ্ণু জানিয়েছেন, ছেলের বোধবুদ্ধির জড়তা রয়েছে, মা মারা গিয়েছে ছেলেবেলায়। বরযাত্রীদের দেখতে তার খুব ভালো লাগত। তার ইচ্ছে পূরণ করতেই এমন আয়োজন। বাবা হয়ে তিনি ছেলেকে বলতে পারেননি, তার বউ জুটবে না।