OMG! আড়াই কিজের আম আগে দেখেছেন কখনও?

ইন্দোর : এক একটি আমের ওজন গড়ে ২.৫ কেজি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভারতের একমাত্র একটি জায়গাতেই পাওয়া যায় এই আম। একে আমের রানি বলেই ডাকেন স্থানীয় মানুষ।আমের রানির আসল নাম ‘নূরজাহান’, পাওয়া যায় একমাত্র ইন্দোর থেকে প্রায় ২০০ কিমি দূরের আলিরাজপুর জেলায়। মোঘল আমলে খাস আফগানিস্তান থেকে এই বিশেষ প্রজাতির আম গাছের চারা এনে রোপন

OMG! আড়াই কিজের আম আগে দেখেছেন কখনও?

ইন্দোর : এক একটি আমের ওজন গড়ে ২.৫ কেজি! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ভারতের একমাত্র একটি জায়গাতেই পাওয়া যায় এই আম। একে আমের রানি বলেই ডাকেন স্থানীয় মানুষ।আমের রানির আসল নাম ‘নূরজাহান’, পাওয়া যায় একমাত্র ইন্দোর থেকে প্রায় ২০০ কিমি দূরের আলিরাজপুর জেলায়। মোঘল আমলে খাস আফগানিস্তান থেকে এই বিশেষ প্রজাতির আম গাছের চারা এনে রোপন করা হয়েছিল মধ্যপ্রদেশের আলিরাজপুর জেলার কাত্থিওয়ারা অঞ্চলেই বর্তমানে পাওয়া যায় নূরজাহান প্রজাতির আম গাছ।

বিগত কয়েক দশকে এই গাছের কলম করে দেশের অন্যান্য জায়গাতেও রোপন করা হয়েছিল, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। তাই আমের রানি সীমাবদ্ধ রয়ে গিয়েছে শুধুমাত্র এই এলাকায়। নূরজাহান আমের আয়তন এক থেকে দেড় ফুট পর্যন্ত হতে পারে। আঁটির ওজন ১৫০০-২০০ গ্রাম। ফলে চাহিদা এমন যে গাছে থাকাকালীন এর অগ্রিম বুকিং হয়ে যায়। তবে খুবই যত্ন নিতে হয় এই গাছের। বিশেষজ্ঞদের মতে আবহাওয়া পরিবর্তনের জন্য এই নূরজাহানের ফলন অনেকটাই কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + 3 =