ভোপাল: অমানবিক ঘটনার নির্দশন দেখল ভারতবাসী। হাসপাতালের বিল মেটাতে না পারার জন্য বৃদ্ধ রোগীকে বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। এই কবর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পরেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে। বাধ্য হয়ে ঢোক গিলতে বাধ্য হয়েছে হাসপাতাল। জানিয়েছে বকেয়া টাকা ছাড় দেওয়া হয়েছে। যদিও বৃদ্ধের পরিবার জানিয়েছে, এখনও বকেয়া টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।
অমানবিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, রোগীর মৃগী রোগে আক্রান্ত। বিছানায় শুয়ে যাতে সে নিজের শরীরে আঘাত করতে না পারে, সে কারণে বেঁধে রাখা হয়েছে. ওই বেসরকারি হাসপাতাল এও বলেছে, রোগীর চিকিৎসা বাবদ ১১ হাজার টাকা মকবু করে দেওয়া হয়েছে। দাবি উড়িয়ে দিয়েছেন রোগীর কন্যা এবং তাঁর পরিবার। তাদের পাল্টা দাবি, বকেয়া বিল মিটিয়ে দ্রুত মিটিয়ে দিতে লাগাতার তাদের চাপ দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
পরিবারের তরফ থেকে বলা হয়েছে, হাসপাতালে ভর্তির সময় পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছিল। কিছুদিন হাসপাতালে রেখে চিকিৎসার জন্য ১১হাজার টাকা খরচ হয়েছে বলে পরিবারকে জানানো হয়। পরিবারের দাবি, সেই সময় তাদের কাছে ওই টাকা ছিল না বলে বিল মেটানো যায়নি। সে কারণে হাসপাতাল কর্তৃপক্ষ বৃদ্ধ রোগীকে হাসপাতালের বিছানার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিবারের অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।