OTP নিয়ে বচসা, ওলা চালকের হাতে প্রাণ হারালেন যাত্রী

OTP নিয়ে বচসা, ওলা চালকের হাতে প্রাণ হারালেন যাত্রী

f32e955d4b09a462f48cfb2acaa6a79f

চেন্নাই: ওলা, উবের কিংবা যে কোনো অ্যাপভিত্তিক ট্যাক্সি পরিষেবার জন্য ওটিপি তথা ওয়ান টাইম পাসওয়ার্ড যে কতটা জরুরী তা যারা এই ধরনের পরিষেবা গ্রহণ করে থাকেন তারা সকলেই জানেন। কিন্তু এই সামান্য ওটিপির জন্যই যে কেউ প্রাণ হারাতে পারেন তা এই প্রথম দেখল দক্ষিণের শহর চেন্নাই। জানা যাচ্ছে সম্প্রতি চেন্নাইয়ের এক ওলা ক্যাব চালকের সঙ্গে এই ওটিপি নিয়ে বচসার জেরেই ওই যাত্রীকে খুন করেছে চালক। প্রথমে তাদের মধ্যে এই ওটিপিকে কেন্দ্র করে শুরু হয় বচসা। পরে সেটাই বাড়তে বাড়তে পৌঁছয় হাতাহাতিতে। আর ঠিক তখনই চালকের মারে মৃত্যুর কোলে ঢলে পড়েন কোয়েম্বাটুরের এক বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মৃত উমেন্দ্র তথ্য-প্রযুক্তি সংস্থায় কর্মরত ছিলেন।

 উমেন্দ্রর পরিবার সূত্রে খবর, গত রবিবার স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি মলে সিনেমা দেখতে গিয়েছিলেন মৃত ওই ব্যক্তি। বাড়িতে ফেরার জন্য একটি ক্যাব বুক করেন উমেন্দ্রর স্ত্রী এবং গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গেই ক্যাব চালক উমেন্দ্রের স্ত্রীর কাছে ওটিপি (OTP) চান। কিন্তু সঠিক ওটিপি জানানো হয়নি অভিযোগ করে ক্যাব চালক এবং উমেন্দ্রদের গাড়ি থেকে নেমে যেতে বলেন। এই নিয়েই বচসার সূত্রপাত। শেষমেশ যখন চালক তাদের নিয়ে যেতে কোনোভাবেই রাজি হননি তখন উমেন্দ্ররা গাড়ি থেকে নেমে আসেন এবং গাড়ি থেকে নামার সময়ে উমেন্দ্র জোরে ক্যাবের দরজা জোরে বন্ধ করেন। এরপরই উমেন্দ্রর ওপরে ঝাঁপিয়ে পড়েন ক্যাব চালক ও তার ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেয়। তার পরে এলোপাতাড়ি ঘুষি চালাতে থাকে। চালকের মারে এক সময়ে জ্ঞান হারিয়ে ফেলেন উমেন্দ্র।

পরে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অচেতন অবস্থাতেই তাঁকে হাসপাতালে নিয়ে যান। চিকি‍ৎসকরা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে উমেন্দ্রর। ইতিমধ্যেই ওই ঘাতক ক্যাব চালককে গ্রেফতার করেছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *