Aajbikel

অশান্তির আবহেই মণিপুর থেকে 'গায়েব' ৪ হাজার অস্ত্র! জঙ্গিরা পেয়েছে বলে আশঙ্কা

 | 
manipur

ইম্ফল: দীর্ঘ সময় ধরেই উত্তপ্ত হয়ে আছে মণিপুর। মাঝে কয়েক দিন শান্ত থাকলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের আগে আবার উত্তাপ ছড়ায় উত্তর-পূর্বের এই রাজ্যে। এই মুহূর্তে সেখানেই রয়েছেন অমিত শাহ এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাশাপাশি একাধিক এলাকা পরিদর্শনও তিনি করেছেন বলে খবর। তবে আরও একটি যে খবর সামনে আসছে তা অবশ্যই চিন্তাজনক। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, অশান্ত মণিপুরে হাজার হাজার অস্ত্র লুট হয়েছে। আশঙ্কা, সেই অস্ত্র চলে গিয়েছে মায়ানমারের জঙ্গি সংগঠনগুলির হাতে।

সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ একটি প্রতিবেদনে দাবি করেছে, অন্তত ৪ হাজার অস্ত্রের কোনও খোঁজ মিলছে না রাজ্যে। সূত্র মারফত তারা জানতে পেরেছে, একে সিরিজের রাইফেল, এম-১৬ বন্দুক সহ একাধিক অস্ত্রের হদিশ মিলছে না। মনে করা হচ্ছে, মণিপুরে অশান্তি চলাকালীন রাজ্যের বিভিন্ন গুদাম, বিভিন্ন বাহিনীর অস্ত্রশালা থেকে দেদারে অস্ত্র লুট হয়েছে এবং তা রাজ্যের সীমান্ত পেরিয়ে মায়ানমারে চলে গিয়েছে। যদিও কত অস্ত্র এবং কার্তুজ লুট হয়েছে তা নিশ্চিতভাবে এখনও বলা সম্ভব হয়নি। তা জানতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে বলেই ধারণা। 

এই প্রতিবেদন আরও দাবি করেছেন, রাইফেল বা বন্দুক ছাড়াও সাবমেশিনগান, কার্বাইন এবং অত্যাধুনিক পিস্তল চুরি গিয়েছে। এখন সত্যিই যদি এইসব অস্ত্রের ঠিকানা মায়ানমারের জঙ্গিগোষ্ঠীর তাঁবু হয়, তাহলে আগামী দিনে যে ঘোর সঙ্কট তৈরি হতে পারে তা বলাই বাহুল্য। তবে এটাও মনে করা হচ্ছে, এত অস্ত্র বেশিদিন কোথাও লুকিয়ে রাখা সম্ভব হবে না। খুব তাড়াতাড়ি তা খুঁজে বের করা যাবে। 

Around The Web

Trending News

You May like