নিভছে না চিতার আগুন! মৃতের সংখ্যা গোপনে পাঁচিল উঠছে শ্মশানে!

নিভছে না চিতার আগুন! মৃতের সংখ্যা গোপনে পাঁচিল উঠছে শ্মশানে!

 
লখনউ: শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা উত্তরপ্রদেশ সরকারের! নিত্যদিন খবরের জেরে সংবাদ শিরোনামে রয়েছে যোগীরাজ্য৷ এবার শ্মশানের ভিতরের দৃশ্যদূষণ আটকাতে গোটা চত্বরটাই ঘিরে ফেলল যোগী আদিত্যনাথের সরকার৷

উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছিল, করোনায় মৃতের সংখ্যা কম লেখা হচ্ছে৷ প্রকৃত তথ্য সরকারি রিপোর্টে প্রকাশ করা হচ্ছে না। রিপোর্টে যা দেখানো হচ্ছে, প্রকৃত সংখ্যাটা তার তুলনায় অনেকটাই বেশি। লখনউয়ের একাধিক শ্মশানের চিত্রটা ভয়ঙ্কর। সেখানে ২৪ ঘণ্টাই শব দাহ হয়ে চলেছে। গত কয়েক দিন শ্মশানের আগুন নিভতে দেখা যায়নি। শ্মশানের জলন্ত আগুনের সেই আঁচ লাগে সোশ্যাল মিডিয়ায়ও৷ আর তাতেই নড়েচড়ে বসে যোগীর প্রশাসন৷ ভিতরের দৃশ্য কোনও ভাবে যাতে বাইরে থেকে দেখা না যায়, সেজন্য এবার নীল মেটাল শিট দিয়ে ঘিরে ফেলা হল গোটা শ্মশান চত্বরটাই। শুধু তাই নয়, শ্মশানের বাইরে টাঙিয়ে দেওয়া হয়েছে একটি নোটিস। সেখানে লেখা রয়েছে, বিনা অনুমতিতে শ্মশান চত্বরে কেউ প্রবেশ করতে পারবে না। কারণ এটি করোনা আক্রান্ত এলাকা।

 

এই ঘটনার পরই যোগী সরকারের নিন্দায় সরব হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া। যোগী সরকারের এই পদক্ষেপকে নিন্দনীয় ও সত্য গোপনের চেষ্টা বলে বর্ণনা করেছেন তিনি। একটি টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘উত্তরপ্রদেশ সরকারের কাছে একটি অনুরোধ রইল, এই পরিস্থিতিকে গোপন করার জন্য সময়, সম্পদ এবং শক্তি ব্যয় না করে বরং, অতিমারি রোধ করতে, মানুষের জীবন বাঁচাতে এবং সংক্রমণ রুখতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করুন।’

 

উল্লেখ্য, করোনার ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে ২০,৫১০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও করোনায় আক্রান্ত। বিরোধী নেতা অখিলেশ যাদবও কোভিড ১৯ পজিটিভ৷ তাঁরা দু’জনেই রয়েছেন সেলফ আইসোলেশনে৷ গোটা রাজ্যে নাইট কার্ফু জারি করা হয়েছে । শুধুমাত্র লখনউ শহরেই বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩১ হাজার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =