৫০ হাজার বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেবে রাজ্য

৫০ হাজার বেকার যুবক-যুবতীকে বিনামূল্যে অনলাইন প্রশিক্ষণ দেবে রাজ্য

ভুবনেশ্বর: করোনা পরিস্থিতিতে চাকরি হারানো প্রায় ৫০ হাজার যুবক-যুবতীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার৷ যৌথ ভাবে এই সকল বেকার যুবক-যুবতীদের প্রযুক্তিগত দক্ষমতা বাড়াতে একটি অনলাইন প্ল্যাটফর্মের হাত মেলাল ওডিশা৷ 

আরও পড়ুন- প্রশিক্ষণ নিয়েও মিলছে না চাকরি, বিফলে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা?

ওডিশা স্কিল ডেভলপমেন্ট অথরিটি (ওএসডিএ)-র চেয়ারম্যান সুব্রত বাগচি জানান, আন্তর্জাতিক স্তরে যুব সম্প্রদায়ের দক্ষতা বাড়াতে ‘কোর্সেরা’র সঙ্গে হাত মিলিয়ে এক ঐতিহাসিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার৷ তিনি আরও বলেন, ‘‘রাজ্যের এই পদক্ষেপ থেকেই বোঝা যায়, অগ্রগতির পথে এগিয়ে চলেছে ওডিশা৷’’ কোর্সেরার ‘ওয়ার্কফোর্স রিকভারি ইনিসিয়েটিভ’-এ যে কোনও রাজ্য বা দেশের বেকার যুবকদের বিনামূল্যে অনলাইনে প্রশিক্ষণ দেওয়া হয়৷ এই প্রকল্পের অধীনে ওডিশার প্রায় ৫০ হাজার বেকার যুবক-যুবতী এই প্রশিক্ষণ নিতে চলেছে বলে জানিয়েছেন তিনি৷ 

আরও পড়ুন: সুখবর! ৮টি নিয়োগ পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ SSC-র, পড়ুন বিস্তারিত

এই প্রোগ্রামে অংশ নেওয়া প্রার্থীদের ডাটা সায়েন্সের দক্ষতা বাড়ানোই হবে প্রধান লক্ষ্য৷ এই কোর্সের পর তাঁদের প্রফেশনাল সংশাপত্রও দেওয়া হবে বলে জানিয়েছেন বাগচি৷ ওএসডিএ-র ডিরেক্টর অফ এমপ্লয়মেন্ট এবং সিইও রশমিতা পাণ্ডে বলেন, ‘‘রাজ্যের যুবকদের কাজের দক্ষতা বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য৷ বিশেষ করে কোভিড পরিস্থিতিতে অর্থনৈতিক ও চাকরিক্ষেত্রে যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে কাজের দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে৷’’ রশ্মিতা আরও বলেন, ‘‘কোর্সেরা’র সঙ্গে গাঁটছড়া বেঁধে আমরা খুবই আনন্দিত৷ আমাদের রাজ্যের মানুষ এবার বিশ্বের সেরা শিক্ষাটা পাবে৷ সর্বশেষ ডিজিটাল স্কিল শেখার সুযোগ পাবেন তাঁরা৷’’ 

আরও পড়ুন: অস্থায়ী শিক্ষকদের বেতন বাড়াচ্ছে রাজ্য, ১২ হাজার শিক্ষকের কর্মসংস্থান

অন্যদিকে, কোর্সেরার সিইও জেফ ম্যাগডিওনকালদা বলেন, ‘‘ওডিশা সরকারের পার্টনার হতে পারে আমরা গর্বিত৷ যুব সমাজকে সেরা প্রশিক্ষণ দিয়ে রাজ্যকে গ্লোবাল ট্যালেন্ট হাব’ বানানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার৷ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই৷’’ আগামী ৩০ সেপ্টেম্বর থেকেই ইচ্ছুকরা তাঁদের নাম দাখিল করতে পারবেন৷ বাড়িতে বসেই অনলাইনে দক্ষতার পাঠ নেবেন তাঁরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 17 =