ওডিশা: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনার চোখ রাঙানি উপেক্ষা করে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা৷ পরিবার ফেলে দিনরাত এক করে লড়ছেন তাঁরা৷ এবার সেই সমস্ত করোনা যোদ্ধাদের জন্য বড় ঘোষণা করল ওডিশা সরকার৷
আজ উডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে করোনা যোদ্ধারদের প্রাণহানি হলে দেওয়া হবে শহিদের মর্যাদা৷ করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে কখনও যদি কোনও স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হন, তাহলে তার পরিবারকে স্বাস্থ্য বিমার পরিমাণ আরও বাড়ানো হবে৷ ৫০ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা পাবেন তাঁরা৷ একই সঙ্গে করোনা যোদ্ধাদের যদি কখনও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তাহলে তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হবে৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও ঘোষণা করেছেন তিনি৷ ওড়িশা সরকারের এই পদক্ষেপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমর্থন পেয়েছে৷
Any act against them (health personnel) is an act against the state. In case anyone indulges in any act that will disturb or dishonor their work,very strict criminal action will be taken against them including invoking provisions of National Security Act: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/hLluvzkCBE
— ANI (@ANI) April 21, 2020
আজ নবীন পট্টনায়ক জানান, ‘‘স্বাস্থ্যকর্মীরা রাষ্ট্রের হয়ে কাজ করছেন৷ যদি, এই কাজে কেউ কোনও বাধা দেয় বা তাদের কাজকে অসম্মানিত করে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের কঠোর অপরাধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷ করোনা আক্রান্ত হয়ে কোনও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হবে৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে৷ বাড়ানো হয়েছে জীবন বিমা৷ ৫০ লক্ষ টাকা অর্থ সাহায্য পাবেন তাঁরা৷’’