এবার করোনা যোদ্ধারা পাবেন শহিদের মর্যাদা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

এবার করোনা যোদ্ধারা পাবেন শহিদের মর্যাদা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওডিশা: চোখ রাঙাচ্ছে করোনা৷ করোনার চোখ রাঙানি উপেক্ষা করে সামনে থেকে লড়াই করছেন স্বাস্থ্যকর্মীরা৷ পরিবার ফেলে দিনরাত এক করে লড়ছেন তাঁরা৷ এবার সেই সমস্ত করোনা যোদ্ধাদের জন্য বড় ঘোষণা করল ওডিশা সরকার৷

আজ উডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়ে দিয়েছেন, এখন থেকে করোনা যোদ্ধারদের প্রাণহানি হলে দেওয়া হবে শহিদের মর্যাদা৷ করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে কখনও যদি কোনও স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হন, তাহলে তার পরিবারকে স্বাস্থ্য বিমার পরিমাণ আরও বাড়ানো হবে৷ ৫০ লক্ষ টাকা করে স্বাস্থ্যবিমা পাবেন তাঁরা৷ একই সঙ্গে করোনা যোদ্ধাদের যদি কখনও ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, তাহলে তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হবে৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে বলেও ঘোষণা করেছেন তিনি৷ ওড়িশা সরকারের এই পদক্ষেপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল সমর্থন পেয়েছে৷

আজ নবীন পট্টনায়ক জানান, ‘‘স্বাস্থ্যকর্মীরা রাষ্ট্রের হয়ে কাজ করছেন৷ যদি, এই কাজে কেউ কোনও বাধা দেয় বা তাদের কাজকে অসম্মানিত করে, তাদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের কঠোর অপরাধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে৷ করোনা আক্রান্ত হয়ে কোনও স্বাস্থ্যকর্মীর মৃত্যু হলে তাঁদের শহিদের মর্যাদা দেওয়া হবে৷ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁদের শেষকৃত্য সম্পন্ন হবে৷ বাড়ানো হয়েছে জীবন বিমা৷ ৫০ লক্ষ টাকা অর্থ সাহায্য পাবেন তাঁরা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =