আপত্তি মমতার, তিস্তার ‘পানি’ চেয়ে দিল্লির দরবারে শেখ হাসিনা

নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রীর আপত্তিতে তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষর করতে পারেনি বাংলাদেশ৷ এবার ফের তিস্তা থেকে জল পেতে ৮ বছর পর দিল্লির দরবারে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ এক টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এই প্রথম ভারত সফল হাসিনার৷ সূত্রের খবর, একাধিক দ্বিপাক্ষিক ও ভারত থেকে

আপত্তি মমতার, তিস্তার ‘পানি’ চেয়ে দিল্লির দরবারে শেখ হাসিনা

নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রীর আপত্তিতে তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষর করতে পারেনি বাংলাদেশ৷ এবার ফের তিস্তা থেকে জল পেতে ৮ বছর পর দিল্লির দরবারে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷  আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ এক টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে এই প্রথম ভারত সফল হাসিনার৷

সূত্রের খবর, একাধিক দ্বিপাক্ষিক ও ভারত থেকে নদীর জল পেতে আলোচনা করতে পারেন তিনি৷ দীর্ঘদিন ধরে পড়ে থাকা তিস্তা জলবণ্টন চুক্তি ও রোহিঙ্গা সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারেন হাসিনা৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের দিনক্ষণ ও আলোচ্যসূচি চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে৷ বিশেষত তিস্তা ও দু’দেশের মধ্যে দিয়ে বহমান ৫৪টি নদীর জলবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় মূল লক্ষ্য দিতে চলেছেন হাসিনা৷ ২০১১ সালে মূলত পশ্চিমবঙ্গের আপত্তির কারণে শেষ মুহূর্তে তিস্তা জলবণ্টন চুক্তি স্বাক্ষর থেকে পিছিয়ে আসে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =