‘মোদীর জন্যই আজ দেশ ভুগছে’, করোনার বর্ষপূরণে তুলোধোনা নুসরতের

‘মোদীর জন্যই আজ দেশ ভুগছে’, করোনার বর্ষপূরণে তুলোধোনা নুসরতের

 

কলকাতা: করোনা পরিস্থিতি নিয়ে ঠিক এক বছর আগের ছবি আবারও উঠে আসছে গোটা দেশজুড়ে। ঠিক এক বছর আগের মতোই প্রতিদিন লক্ষাধিক মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। জ্বলছে গণচিতা। এই নিয়েই এবার সরব হলেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। নিজের ট্যুইটার অ্যাকাউন্টে তিনি ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশের করোনা পরিস্থিতির এই ভয়াবহতার জন্য দায়ী করেছেন।

বসিরহাটের তৃণমূলের তারকা সাংসদ নুসরত জাহান ট্যুইট করে লিখেছেন, “দেশে করোনা পরিস্থিতির এক বছর পেরিয়েছে।  এক বছর আগে যখন বিজ্ঞানভিত্তিক পন্থা নেওয়ার দরকার হয়ে পড়েছিল, তখন দেশের মানুষকে বিভিন্ন হোমটাস্ক দেওয়া হয়েছিল। সেই পথ দেশকে শুধুমাত্র বিপর্যয়ের দিকে নিয়ে গেছে। যার ফল আমাদের দেশ ভারত আজ পর্যন্ত ভোগ করছে। যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য প্রার্থনা করি।” লেখার শেষে নুসরত ‘বিপর্যয় এনেছেন মোদী’ বলে একটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন।

এই লেখার সঙ্গে তৃণমূল সাংসদ একটি ভিডিও রিপোর্টও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে কিভাবে এক বছর আগে ঠিক এই সময়টাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের মানুষকে কখনও হাত তালি দিয়ে, থালা-বাসন বাজানোর জন্য অনুরোধ করেছিলেন। কিভাবে নমো দেশের মানুষকে মোমবাতি জ্বালানোর হোমটাস্ক দিয়েছিলেন। কিন্তু তারপরও থামেনি মৃত্যুমিছিল। এক বছর আগে নরেন্দ্র মোদী করোনার সঙ্গে ভারতের এই লড়াইকে কুরুক্ষেত্রের যুদ্ধের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, “কুরুক্ষেত্র যুদ্ধও ১৮ দিনে শেষ হয়ে গিয়েছিল। আমাদের এই যুদ্ধের জন্য প্রয়োজন মাত্র ২১ দিন।” কিন্তু সেই ২১ দিন পেরিয়ে ২০২১ সাল চলে এলেও করোনা পিছু ছাড়েনি ভারতের। গত দু’মাসে আবারও তরতরিয়ে বেড়েছে করোনা সংক্রমণের গ্রাফ। দৈনিক করোনা আক্রান্তের বিচারে ও মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ভারত এখন বিশ্বের মধ্যে অগ্রগামী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 10 =