অসুস্থ শিশুদের দায়িত্ব ভুলে টিকটক ভিডিওতে নাচলেন নার্সরা, কোথায় জানেন?

আজ বিকেল: চিনা সংস্থা বাইটডান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের মহিমা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এবার হাসপাতাল চত্বরেও নিজের প্রভাব বিস্তার করে ফেলল টিকটক। শিশুদের স্পেশ্যাল কেয়ার ইউনিট যাকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে স্পেশ্যাল নিওনেটাল কেয়ার ইউনিট, সেখানেও পৌঁছে গিয়েছে টিকটক। শুধু পৌঁছে গিয়েছে বললে হবে না, রীতিমতো খেল দেখাচ্ছে। কর্তব্যরত নার্সরা কাজকর্ম দায়দায়িত্ব ভুলে

c927d09812dc0433046b9668ee5da61d

অসুস্থ শিশুদের দায়িত্ব ভুলে টিকটক ভিডিওতে নাচলেন নার্সরা, কোথায় জানেন?

আজ বিকেল: চিনা সংস্থা বাইটডান্সের সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকের মহিমা দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। এবার হাসপাতাল চত্বরেও নিজের প্রভাব বিস্তার করে ফেলল টিকটক। শিশুদের স্পেশ্যাল কেয়ার ইউনিট যাকে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে স্পেশ্যাল নিওনেটাল কেয়ার ইউনিট, সেখানেও পৌঁছে গিয়েছে টিকটক। শুধু পৌঁছে গিয়েছে বললে হবে না, রীতিমতো খেল দেখাচ্ছে। কর্তব্যরত নার্সরা কাজকর্ম দায়দায়িত্ব ভুলে টিকটকে মজেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই নার্সদের শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। বিষয়টিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ওড়িশার মালকানগিরি জেলায়।

জানা গিয়েছে, এই মালকানগিরিতে শিশুমৃত্যুর হার সর্বচ্চো। সেকারণেই মালকানগিরি সদর হাসপাতালে শিশুদের জন্য স্পেশ্যাল নিওনেটাল কেয়ার ইউনিটের বন্দোবস্ত করা হয়। সেখানকার দায়িত্বে ছিলেন শোকজ হওয়া নার্সরা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিভিন্ন হিন্দিগানকে ব্যাকগ্রাউন্ডে রেখে হাসপাতেলর ইউনিফর্মেই নেচে চলেছেন নার্সের দল। নিওনেটাল কেয়ার ইউনিট অর্থে সেখানে সব থেকে অসুস্থ শিশুরাই ভর্তি থাকে। তাই সেখানকার নার্সদের সর্বদা সজাগ থাকতে হয়। সেখানেই কিনা দায় দায়িত্ব ভুলে নার্সরা টিকটক করছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠেছে গোটা ওড়িশাজুড়ে। এমনিতেই মালকানগিরিতে শিশু মৃত্যুর ঘটনা আকছার ঘটছে। সেখানে নিওনেটাল কেয়ার ইউনিটের দায়িত্বপ্রাপ্ত নার্সদের এহেন কীর্তি দেখে সরকারি হাসপাতালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। হাসপাতালের নার্সরা এক সদ্যজাতকেও টিকচকে দেখিয়েছেন। এই ঘটনা নিঃসন্দেহে সুপ্রিমকোর্টের আইন বিরুদ্ধে। কীকরে নার্সরা অন্যদের দৃষ্টি এড়িয়ে এই ধরনের ঘটনা ঘটালেন তানিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

পরিস্থিতি বিবেচনা করে জেলার অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা ও ওই হাসপাতালের অফিসার-ইন-চার্জ তপন কুমার দিন্দা বলেছেন, ‘‘ নার্সদের এই আচরণ দুর্ভাগ্যজনক, কর্তব্যে গাফিলতির অভিযোগে তাঁদের প্রত্যেককেই শোকজ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। রিপোর্ট এলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *