সদ্যোজাতের পা খুবলে খেল ইঁদুর! বেআব্রু সরকারি হাসপাতালের হাল

সদ্যোজাতের পা খুবলে খেল ইঁদুর! বেআব্রু সরকারি হাসপাতালের হাল

 
মধ্যপ্রদেশ: সদ্যোজাতের পা খুবলে খেল ইঁদুর৷ মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালের ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনার বিবরণ শুনে শিউড়ে উঠেছে দেশবাসী।

নির্দিষ্ট সময়ের আগেই পৃথিবীতে আসে প্রিয়াঙ্কা ও কিষাণ ডাইমার সন্তান। প্রিম্যাচিওর বা অপিরণত হওয়ায় শিশুটিকে বিশেষ কেয়ারে রাখে মধ্যপ্রদেশের মহারাজা যশবন্ত রাও হাসপাতাল। দিন কয়েক আগে রাত তিনটে নাগাদ সন্তানকে দুধ খাওয়াতে ওঠেন প্রিয়াঙ্কা। নিজের ১৯ দিনের সন্তানকে দুধ খাওয়াতে শিশুদের জন্য নির্দিষ্ট ওয়ার্ডে গিয়ে যা দেখলেন, তাতে শিউড়ে উঠলেন মা। সদ্যোজাতর পা দিয়ে চুঁইয়ে চুঁইয়ে রক্ত ঝরছে। গোড়ালি থেকে বাকি অংশ খুবলে নেওয়া হয়েছে৷ খুবলে নিয়েছে ধেড়ে ইঁদুর। তাঁর সন্তান তারস্বরে চিৎকার করে কাঁদছে। তড়িঘড়ি তিনি হাসপাতালের কর্মীদের ডেকে আনেন এবং তাঁরা শিশুটির প্রাথমিক চিকিৎসা করেন৷ এই প্রসঙ্গে সদ্যোজাতর বাবা কিষাণ ডাইমা বলেন, ‘আমার স্ত্রী দুধ খাওয়াতে গিয়ে শিশুদের ওয়ার্ডে গিয়ে দেখে এই ঘটনা। ঘটনার সময় হাসপাতালের কর্মীরা কোথায় ছিলেন?’ তিনি আরও জানান, ‘আমার স্ত্রী হাসপাতালের কর্মীদের খবর দেন। তারপর তাঁরা এসে আমাদের সন্তানের প্রাথমিক চিকিৎসা করেন। কিন্তু বাচ্চার দেখভালের জন্য ২৪ ঘণ্টা হাসপাতালের কর্মীদের থাকার কথা। তাঁরা সেসময় উপস্থিত ছিলেন না কেন?’

ঘটনার কথা চাউর হতেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠল বিজেপিশাসিত রাজ্যের সরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদিও পরে হাসপাতালের সুপার ডা. পিএস ঠাকুর জানান, শিশুটির দেখভালের দায়িত্বে থাকা নার্স ও ওই ওয়ার্ডের দুই সাফাই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এমনকী, হাসপাতালটিকে ১ লক্ষ টাকার জরিমানাও করা হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার বলেন, ‘শিশুটির প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বিশেষজ্ঞ চিকিৎসকরা দেখছেন। ঘটনার কথা জানাজানি হতেই স্বাস্থ্য দফতরকে নোটিস পাঠিয়েছে সে রাজ্যের মানবাধিকার কমিশন। ১৫ দিনের মধ্যে ঘটনাটির পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। এখন দেখার এই ঘটনায় প্রশাসন নড়েচড়ে বসে কিনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =