জোড়া রেকর্ড ভারতের, আক্রান্তের সঙ্গে সুস্থের সংখ্যাও দিনে ২০ হাজার ছাড়াল

জোড়া রেকর্ড ভারতের, আক্রান্তের সঙ্গে সুস্থের সংখ্যাও দিনে ২০ হাজার ছাড়াল

নয়াদিল্লি:   গত ২৪ ঘণ্টায় সারা ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। দৈনিক করোনা সংক্রমণের দিক থেকে এই সংখ্যাই সর্বোচ্চ। বিভিন্ন সংবাদমাধ্যমের শিরোনামে এই খবর জায়গা করে নিয়েছে। এই খবরে মানুষের মনে আতঙ্ক যেমন বাড়ছে, পাশাপাশি করোনায় গত ২৪ ঘণ্টায় ভারতে সব থেকে বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় ভারতে ২০হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সুস্থের হারের দিক থেকে এই পরিসংখ্যান সর্বোচ্চ। মানুষের মনে আশার আলো তৈরি করেছে। করোনার এই আতঙ্কের পরিবেশে কিছুটা স্বস্তি দিয়েছে।

 ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০,০৩২ জন। ভারতে করোনায় সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩,৭৯,৮৯১। ভারতে করোনায় সুস্থের হার  বেড়ে দাঁড়িয়েছে ৬০.৭২ শতাংশ। ভারতে করোনায় মোট ১৮,২১৩ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। একদল বিশেষজ্ঞ মনে করছেন, জুলাই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে। তারপর করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে পারে। অক্টোবরের দিকে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে বলে তাঁরা মনে করছেন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ২৭ হাজার ৪৩৯টি।

করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮৬ হাজার ৬২৬ জন। করোনায় মারা গিয়েছেন আট হাজার ৭১৮ জন। করোনায় এরপরেই সব থেকে বেশি সংক্রমিত হয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে প্রায় ৯৮ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লির অবস্থা খুব খারাপ। দিল্লিতে প্রায় ৯২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অভিযোগ উঠতে শুরু করেছে। এত সংক্রমণের পরেই দেশের মানুষ সেভাবে সচেতন হয়নি বলেও অভিযোগ উঠতে শুরু করেছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *