দেশে বেকারত্বের হার ৮ শতাংশের ওপর, গ্রামাঞ্চলে অবস্থা আরও খারাপ

দেশে বেকারত্বের হার ৮ শতাংশের ওপর, গ্রামাঞ্চলে অবস্থা আরও খারাপ

নয়াদিল্লি: বছরে ২ কোটি করে চাকরির প্রতিশ্রুতি, পরে ১০ লক্ষ চাকরির হবে বলে ঘোষণা, সবই করেছে দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার। কিন্তু বাস্তব চিত্র কখনই তার ধারে কাছে যাচ্ছে না। ভারতের কর্মসংস্থান নিয়ে বিরোধীরা বিজেপি সরকারকে নানা প্রশ্নে জর্জরিত করেছে কিন্তু সেইভাবে কখনও সদুত্তর পায়নি। সাম্প্রতিক সময়ে যে তথ্য উঠে আসছে তা দেখেও কেন্দ্র নিশ্চুপ। পরিসংখ্যান বলছে, দেশে বেকারত্বের হার এখনও ৮ শতাংশের ওপরে। গ্রামাঞ্চলে গত দু’বছরে সর্বাধিক। 

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি (সিএমআইই)-র রিপোর্ট বলছে, লতি বছরে এই নিয়ে তৃতীয়বার দেশে বেকারত্বের হার ৮ শতাংশের গণ্ডি পেরিয়েছে। সম্প্রতি জুন মাসে দেশের বেকারত্বের হার বেড়ে হয়েছে ৮.৪৫ শতাংশ। তবে সবথেকে বেশি খারাপ অবস্থা গ্রামাঞ্চলের। তথ্য অনুযায়ী, গ্রামীণ এলাকায় বেকারত্বের হার ৮.৭৩ শতাংশ। তার তুলনায় আবার শহরের অবস্থা ভাল, শহরে বেকারত্বের হার ৭.৮৭ শতাংশ ছিল জুন মাসে। অবশ্য গ্রামের তুলনায় ভাল মানেই যে সামগ্রিক অর্থে ভাল তা কিন্তু একদমই নয়। কিন্তু গ্রামের অবস্থা এত খারাপ হচ্ছে কেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। 

আসলে গ্রামাঞ্চলে মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস হল কৃষি। এই ক্ষেত্রে কর্মসংস্থান একদিকে যেমন কমেছে, অন্যদিকে বিকল্প কাজের সুযোগও আস্তে আস্তে কমছে। তাই মানুষ দিশা পাচ্ছে না যে কী করবে, কোন কাজে হাত দেবে। তাই স্বাভাবিকভাবেই এই পরিস্থিতি যে মোদী সরকারের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ হতে চলেছে আগামী দিনে তা নিশ্চিত। ২০২৪ লোকসভা ভোটের আগে বিরোধীদের কাছে এই পরিসংখ্যান আবার বড় হাতিয়ার বিজেপির বিরুদ্ধে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *