নয়াদিল্লি: বিমানে ব্যাগ নিয়ে ওঠার ক্ষেত্রেও এবার নিয়মের বদল৷ একের বেশি ব্যাগ নিয়ে আর নয়৷ বিমান সওয়ারির সময় হাতে রাখা ব্যাগের সংখ্যা বেঁধে দিল কেন্দ্রীয় সরকার৷ এই বিষয়ে ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে৷ এই মর্মে দেশের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- বহুতলে ফের ভয়াবহ আগুন, মুম্বইয়ে মৃত একাধিক
বিসিএএ-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনও যাত্রী বিমানে ওঠার সময় হাতে একটির বেশি ব্যাগ রাখতে পারবেন না৷ যাত্রীদের এই বিষয়ে সচেতন করতে ‘একটি হাত ব্যাগ নীতি’র কথা বিমানের টিকিটেই উল্লেখ করার কথা বলা হয়েছে৷ উল্লেখ্য, এতদিন মহিলাদের সঙ্গে থাকে ‘লেডিজ ব্যাগ’কে হাত ব্যাগ হিসাবে কাউন্ট করা হত না৷ কিন্তু এবার থেকে সেটিকে হাত ব্যাগ হিসাবেই ধরে নেওয়া হবে৷ কিন্তু কেন নিয়মের বদল?
বিসিএএ-র নয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে, যাত্রীরা গড়ে দু’তিনটি ব্যাগ হাতে নিয়ে বিমানে উছেন। যার জেরে বিমানে ওঠার আগে স্ক্রিনিংয়ের জন্য বাড়তি সময় লেগে যাচ্ছে। তাই বিমান সফরে যাত্রী পিছু একটি করে হাত ব্যাগ নিয়ে সফরের নিয়ম করা হয়েছে৷ যাত্রীদের সঙ্গে থাকে বাকি ব্যাগগুলিকে লাগেজ হিসেবে বিমানে তুলে দিতে হবে। নির্দেশিকায় বলা হয়েছে, চেকিং বা স্ক্রিনিংয়ের জন্য যাওয়ার আগে যাত্রীদের কাছে একাধিক ব্যাগ রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট বিমানসংস্থাকেই। এর জন্য প্রয়োজনে বাড়তি কর্মী নিয়োগ করতে হবে৷ বিমানে ওঠার আগে যাত্রীদের সতর্ক করতে হবে।