নয়াদিল্লি : প্রয়োজনে প্রয়োজনে পরমাণু নীতি বদল করা হবে৷ পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের৷ ভারতের ঘোষিত পরমাণু নীতিতে বলা আছে, ভারত প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না৷ কিন্তু, হামলা হলে তার পাল্টা আক্রমণ চালাবে ভারত৷ কিন্তু, রাজনাথ সিং জানিয়ে দিয়েছেন, সন্ত্রাস মোকাবিলায় প্রয়োজনে বদলে দেওয়া হতে পারে ঘোষিত নীতি৷
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, যদি পাকিস্তান যুদ্ধের পথে হাঁটে, তাহলে ভারত তার যোগ্য জবাব দেবে৷ প্রয়োজনে বদল করবে পরমাণু নীতি৷ রাজনাথের কথায়, ভারত এখন নিরাপত্তা বিষয়ে অত্যন্ত সংবেদনশীল৷ ফলে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে তা চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে ভারত৷ ভারতের হাতে এই মুহূর্তে ১৩০টি পরমাণু বোমা মজুত রয়েছে৷