মোদির মতো অমিত নিরাপত্তায় মোতায়েন এনএসজি কম্যান্ডো বাহিনী?

নয়াদিল্লি: আরও বাড়ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা৷ এই মুহূর্তে তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ এর পরও আরও সুরক্ষিত হতে চলেছেন বিজেপি সভাপতি৷ সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অমিত শাহের নিরাপত্তা পর্যালোচনা করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী তাঁর বাসভবনে স্থানান্তরিত হয়েছে৷ দিল্লি পুলিশের তরফেও অমিত শাহের নিরাপত্তার

মোদির মতো অমিত নিরাপত্তায় মোতায়েন এনএসজি কম্যান্ডো বাহিনী?

নয়াদিল্লি: আরও বাড়ছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিরাপত্তা৷ এই মুহূর্তে তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান৷ তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ এর পরও আরও সুরক্ষিত হতে চলেছেন বিজেপি সভাপতি৷

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, অমিত শাহের নিরাপত্তা পর্যালোচনা করার পর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য অতিরিক্ত নিরাপত্তা বাহিনী তাঁর বাসভবনে স্থানান্তরিত হয়েছে৷ দিল্লি পুলিশের তরফেও অমিত শাহের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী চাওয়া হয়েছে৷ একটি সরকারি সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়ে, খুব সম্ভবত অমিত শাহের জন্য এনএসজি কম্যান্ডোদের মোতায়েন করা হতে পারে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় যেমন এনএসজি কম্যান্ডোদের মোতায়েন থাকে, ঠিক তেমনই নিরাপত্তা পেতে পারেন অমিত শাহ৷

কী এই এনএসজি কম্যান্ডো বাহিনী?

পৃথিবীর সেরা পাঁচটি বিশেষ বাহিনীর অন্যতম হল এই এনএসজি কম্যান্ডো৷ জার্মানির জিএসজি ৯ গ্রুপের অনুকরণে তৈরি করা হয় এই বাহিনী৷ মূলত জঙ্গিদমনে সবথেকে দক্ষ এনএসজি কম্যান্ডোরা৷ এনএসজি কম্যান্ডোদের ২ বিভাগে ভাগ আছে৷ একটি হল স্পেশ্যাল অ্যাকশন গ্রুপ বা এসএজি ও অন্যটি হল স্পেশ্যাল রেঞ্জার্স গ্রুপ বা এসআরজি৷ এনএসজির ৫৪% এসএজির৷ এই বাহিনী পাল্টা হামলা চালায় সব থেকে দক্ষ৷  ভারতীয় সেনা বাহিনীর মধ্যে থেকে সব থেকে বেশি দক্ষ জওয়ানদের এই বাহিনী তুলে আনা হয়৷ এনএসজি কম্যান্ডোদের ব্ল্যাক ক্যাট বলেও ডাকা হতে থাকে৷ পোশাকও কালো৷ কালো বেড়াল এই বাহিনীর প্রতীক৷ এনএসজিতে যোগ দেওয়ার আগে কঠর ট্রেনিং দেওয়া হয় জওয়ানদের৷ প্রশিক্ষণ হয় ৯০ দিনের বেশি৷ প্রশিক্ষণ শেষ হলে এনএসজিতে যোগ দেওয়ার ছাড়পত্র মেলে৷ বাহিনী যোগ দেওয়ার পর ৯ মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়৷ যেখানে আধুনিক অস্ত্রসহ বিশেষ বিশেষ অস্ত্রের প্রশিক্ষণ দেওয় হয়৷ যাতে যে কোনও পরিস্থিতিতে তাঁরা সফল হতে পারেন৷ মার্শাল আর্টস থেকে প্রতিকূল পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণ শেষ হলেও প্রোবেশন পিরিয়ড থাকে৷ এই পর্বেই ৫০ শতাংশকে বেধে বেছে নিয়োগ করা হয়৷ ভারতের এই এলিট ফোর্সের কম্যান্ডোরা পৃথিবীর সেরা বলে দাবি করা হয়৷ গোটা ভারতীয় বাহিনী এক সপ্তাহে যে পরিমাণ গুলি খরচ করে থাকে, তার থেকে চার গুণ বেশি গুলি এনএসজি কম্যান্ডোরা খরচ করেন৷ ২ মাসে একজন এনএসজি কম্যান্ডো গড়ে ১৪ হাজার রাউন্ড গুলি করেন৷  গুলির নিশানা থাকতে হয় টার্গেটমুখী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 5 =