এনআরসি নিয়ে কথা হয়নি, মমতার মন্তব্য পাল্টা খোঁচা সুজনের

নয়াদিল্লি: প্রায় আড়াই বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রীর৷ বাংলার উন্নয়ন, নাম পরিবর্তন ও রাজ্যের পাওনা টাকা চেয়ে বৈঠক হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের উন্নয়ন নিয়ে বৈঠক হলেও এনআরসি নিয়ে কোনও কথা হয়নি বলে সাফ জানিয়ে দিলেন মমতা৷ মোদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘না এনআরসি নিয়ে

এনআরসি নিয়ে কথা হয়নি, মমতার মন্তব্য পাল্টা খোঁচা সুজনের

নয়াদিল্লি: প্রায় আড়াই বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন বাংলার মুখ্যমন্ত্রীর৷ বাংলার উন্নয়ন, নাম পরিবর্তন ও রাজ্যের পাওনা টাকা চেয়ে বৈঠক হয়েছে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাজ্যের উন্নয়ন নিয়ে বৈঠক হলেও এনআরসি নিয়ে কোনও কথা হয়নি বলে সাফ জানিয়ে দিলেন মমতা৷

মোদির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘না এনআরসি নিয়ে আমাদের কোনও কথা হয়নি৷ এটা অসমের বিষয়৷ আমি আমার রাজ্যের উন্নয়নের জন্য কথা হয়েছে৷ আপনারা এই ধরনের রাজনৈতিক প্রশ্ন করবেন না৷ কারণ এটা সরকারের সঙ্গে সরকারের বৈঠক ছিল৷ আমরা এনআরসি নিয়ে কোন কথাই বলিনি৷ তিস্তা নিয়েও কোনও আলোচনা হয়নি৷’’

এনআরসি নিয়ে তৃণমূল সুপ্রিমো লাগাতার বিরোধিতা করলেও মোদির বৈঠকে কেন এনআরসি প্রসঙ্গ উঠল না? প্রশ্ন তুলে খোঁচা দিতে ছাড়েননি বামপন্থী নেতা সুজন চক্রবর্তী৷ এদিন সংবাদ মাধ্যমে তিনি জানান, ‘‘সরকারের সঙ্গে সরকারের বৈঠক হয়েছে বলে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই বৈঠকে তিনি এনআরসির প্রসঙ্গে একটি কথা কেন বললেন না? তিনি তো এনআরসি নিয়ে সবচেয়ে বেশি বিরোধিতা করেছিলেন৷ মানুষ ওখানে মরছে৷ এই নিয়ে রাজনৈতিক বিরোধিতা করলেও কেন মোদির সামনে একটি বলেনন না তিনি? মোদি রুষ্ঠ হবেন বলে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 7 =