দেশজুড়ে NRC-র ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, তোলপাড় রাজ্যসভা

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার, ঠিক তখনই জাতীয় নাগরিক পঞ্জির জিগির তুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ লোকসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধু অসমে কেন? গোটা দেশজুড়ে এনআরসি করা হবে৷ রাজ্যসভায় বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘জাতীয় নাগরিক পঞ্জির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই৷ নাগরিকত্ব সংশোধনী বিল ও

দেশজুড়ে NRC-র ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর, তোলপাড় রাজ্যসভা

নয়াদিল্লি: নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন উঠেপড়ে লেগেছে কেন্দ্রের মোদি সরকার, ঠিক তখনই জাতীয় নাগরিক পঞ্জির জিগির তুললেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আজ লোকসভায় দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধু অসমে কেন? গোটা দেশজুড়ে এনআরসি করা হবে৷

রাজ্যসভায় বলতে গিয়ে অমিত শাহ বলেন, ‘‘জাতীয় নাগরিক পঞ্জির সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই৷ নাগরিকত্ব সংশোধনী বিল ও এনআরসি এক নয়৷ কোন ধর্মের মানুষের ভয়ের কোনও কারণ নেই৷ কারণ নাগরিকত্ব বিল সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে৷ শুধুমাত্র অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে৷ অসময়ে এনআরসি হয়েছিল৷ ঠিক সেই ভাবেই গোটা দেশে এনআরসি হবে৷ এনআরসি হলে শরণার্থীদের কোন সমস্যা হবে না৷ তাঁরা ভারতীয় নাগরিকত্ব পাবেন৷আমাদের লক্ষ্য অনুপ্রবেশকারীদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া৷’’ অমিত শাহের এই ঘোষণার পর তোলপাড় পড়ে যায় রাজ্যসভায়৷ বিরোধী শিবির থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়৷ শুরু হয় হট্টগোল৷ বিরোধীদের হট্টগোলের জেরে কোনোক্রমে নিজের ভাষণ থামান বিজেপির সর্বভারতীয় সভাপতি৷

জানা গিয়েছে, চলতি অধিবেশনেই সংসদে পেশ হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ লোকসভায় যে কার্য বিবরণী প্রকাশ হয়েছে, তাতে এই বিলের উল্লেখ রয়েছে৷ সূত্রের খবর, জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে বিজেপি একাধিক রাজ্যে অস্বস্তিতে পড়েছে৷ ফলে, এই বিলকেই তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে চলেছে গেরুয়া শিবির৷ নয়া বিলে স্পষ্ট করে বলা আছে, পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়া হবে৷ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে৷ এনআরসি বিরোধী নেতারা যে আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন তার জবাব এই এই বিল আইনে পরিণত করতে চাইছে মোদি সরকার৷

গত ১৯৫৫ সালের আইন বেশ কিছু সংশোধনী আনা হতে পারে বলে জানা গিয়েছে৷ ওই আইনে বলা আছে, অন্যান্য দেশ থেকে কোনও শরণার্থী যদি অন্তত টানা এক বছর ভারতে বসবাস করেন তাহলে তোরা নাগরিকত্ব পেতে পারেন৷ ১৪ বছরের মধ্যে ১১ বছর ভারতে থাকলেও নাগরিকত্ব পাওয়া যায়৷ নয়া সংশোধনী বিলে ১১ বছর কমিয়ে তা ৬ বছর প্রস্তাব আনতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার৷ যদিও এই বিলটি গত অধিবেশনে পেশ করা হলেও বিরোধীদের প্রবল আপত্তির জেরে তা সাময়িকভাবে ঠাণ্ডা ঘরে চলে যায়৷ আপাতত যা পরিস্থিতি তাতে মনে করা হচ্ছে, চলতি অধিবেশনেই আইন প্রণয়ন করতে পারে কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =