এবার আপনার পাতে খাবার জোটাবে রোবট

কর্নাটক : আপনি রেস্তোরাঁয় খেতে গেলেন, কিন্তু খাওয়ার অর্ডার দিতে গিয়ে হতবাক হয়ে গেলেন। কারণ আপনার পছন্দের মেনুর অর্ডার নিতে এসেছে এক মনুষ্যসদৃশ রোবট। অবাক হলেন তো ? ভাবছেন এও আবার হয় নাকি ? কর্নাটকের সিমোগায় বিনোবানগরে ‘উপহার দর্শনী’ নামে এক রেস্তোরাঁতেই এই রোবোটের দেখা মিলছে। ওই রেস্তোরাঁয় একটিমাত্র মনুষ্যসদৃশ রোবট আমদানি করেছেন মালিক। যার

এবার আপনার পাতে খাবার জোটাবে রোবট

কর্নাটক : আপনি রেস্তোরাঁয় খেতে গেলেন, কিন্তু খাওয়ার অর্ডার দিতে গিয়ে হতবাক হয়ে গেলেন। কারণ আপনার পছন্দের মেনুর অর্ডার নিতে এসেছে এক মনুষ্যসদৃশ রোবট। অবাক হলেন তো ? ভাবছেন এও আবার হয় নাকি ? কর্নাটকের সিমোগায় বিনোবানগরে ‘উপহার দর্শনী’ নামে এক রেস্তোরাঁতেই এই রোবোটের দেখা মিলছে। ওই রেস্তোরাঁয় একটিমাত্র মনুষ্যসদৃশ রোবট আমদানি করেছেন মালিক। যার দাম সাড়ে ৫ লক্ষ টাকা বলেই জানিয়েছেন তিনি।

আর এই নতুন ওয়েটারকে কাজে লাগানোর পরই রেস্তোরাঁয় ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষ। রোবটটি ইংরেজি ও কন্নড় ভাষা বুঝতে পারে, ফলে স্থানীয় ভাষাতেও অর্ডার দিতে পারছেন খাদ্যপ্রেমীরা। রোবট তাঁর যান্ত্রিক হাতে গরম গরম লোভনীয় খাওয়ার টেবিলে নিয়ে এলেও পরিবেশন করতে পারছে না। শুধু সে যান্ত্রিক ঘোষণায় আবেদন করছে প্লেট-ডিস তাঁর হাত থেকে সংগ্রহ করার জন্য। যদিও তাতেও কোনও আপত্তি করছেন না রেস্তোরাঁয় খেতে আসা মানুষ। বরং বেশ মজা উপভোগ করছ্নে বলেই জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =