এবার মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! শীঘ্রই ট্রায়াল শুরু হচ্ছে

এবার মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! শীঘ্রই ট্রায়াল শুরু হচ্ছে

 

নয়াদিল্লি: সূচ দেখলে ভয়ে আঁতকে ওঠার দিন শেষ৷ এবার মিলবে সূচ-বিহীন ভ্যাকসিন! শীঘ্রই ট্রায়াল শুরু হচ্ছে৷ বড়দের পাশাপাশি তিন থেকে বারো বছর বয়সি শিশুরাও যাতে এই পরিষেবার আওতায় আসেন পারে, তাই ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রক৷

স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর: সম্প্রতি দেশে ছাড়পত্র পেয়েছে জাইডাস ক্যাডিলার সূচ-বিহীন ভ্যাকসিন৷ যার পোশাকি নাম, ‘জাইকভ-ডি’। ১২ বছরের উর্ধে যাঁরা তাঁদের এই ভ্যাকসিন দেওয়া হবে৷ শীঘ্রই শুরু হবে টিকাকরণ প্রক্রিয়া৷ তবে ১২-র নিচে অর্থাৎ ৩ থেকে ১২ বছর বয়সি শিশুরাও যাতে এই সূচ বিহীন ভ্যাকসিন নিতে পারে তা নিয়ে ইতিমধ্যেই ভাবনাচিন্তা শুরু করেছে মন্ত্রক৷

জানা গিয়েছে, এজন্য অনুমতিও চাওয়া হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের৷ তাঁরা বিষয়টি খতিয়ে দেখছেন৷ ছাড়পত্র পেয়ে গেলেই শুরু হবে ৩ থেকে ১২ বছর বয়সিদের জন্য এই টিকার ট্রায়াল৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর শারভিল প্যাটেল জানিয়েছেন, ‘‘ডিসিজিআই-এর ছাড়পত্র পেলেই শুরু হয়ে যাবে ৩-১২ বছর বয়সিদের জন্য টিকার ট্রায়াল।’’ আগামী এক সপ্তাহ পরেও ট্রায়ালের কাজ শুরু হয়ে যেতে পারে বলেই আশাবাদী প্যাটেল৷

স্বাস্থ্য মন্ত্রকের একটি সূত্রের খবর: শুক্রবারই ভারতীয় ড্রাগ কন্ট্রোল বোর্ড থেকে জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন প্রয়োগের ছাড়পত্র পেয়ে গিয়েছে জাইডাস ক্যাডিলার৷ আশা করা হচ্ছে ‘জাইকভ-ডি’ নামক এই ভ্যাকসিনের উৎপাদন প্রক্রিয়া শুরু হতে পারে অক্টোবর মাস থেকে৷ প্রতিমাসে ১ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদন করা সম্ভব বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *