এবার বাজার কাঁপাবে দেশীয় স্মার্টফোন, বাজেটে নয়া প্রস্তাব কেন্দ্র

এবার বাজার কাঁপাবে দেশীয় স্মার্টফোন, বাজেটে নয়া প্রস্তাব কেন্দ্র

নয়াদিল্লি: মোদির দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এটি দ্বিতীয় বাজেট৷ এই বাজেটের আগে কেন্দ্রীয় সরকারের অবস্থা বেশ কোনঠাসা ছিল৷ দেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে৷ তার পাশাপাশি বাড়ছে বেকারত্ব৷ তার মধ্যে সীতারমণের বাজেট বিশেষ জনমোহিনী নয় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল৷ নয়া বাজেটে দেশের অর্থনীতি চাঙ্গা হবে বলে মোদি সরকার দাবি করলেও, সেটা আদৌ কতটা বাস্তব সম্মত, সেটা সময়ের উপর ছেড়ে দেওয়া ছাড়া দেশের মানুষের কাছে আর কোনও উপায় নেই বলেই মনে করা হচ্ছে৷ তবে কৌশলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী গ্রামীণ অর্থনীতির উপরেই জোর দিয়েছেন৷ কৃষকদের জন্য নিয়ে এসেছেন একগুচ্ছ প্রস্তাব৷ তার পাশাপাশি জোর দিয়েছেন ডিজিট্যাল ভারতের ওপর৷ 

আর সেই কারণেই স্মার্টফোন শিল্পকে উৎসাহ দিতে বাজেটে বড়সড় প্রস্তাব রাখলেন সীতারমণ৷ ঘোষণা করলেন নতুন স্কিমের৷ সীতারমণ মনে করছেন, এই বাজেটের ফলে ইলেকট্রনিক্স সংস্থাগুলো নতুন ডিভাইস উৎসাহ পাবে৷ দেশের মাটিতে বিনিয়োগ বাড়বে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী মনে করছেন৷ কৃষকদের সম্পর্কে বলতে গিয়ে সীতারমণ জানান, দেশের কৃষকদের আয় দ্বিগুন করাই লক্ষ্য মোদি সরকারের৷ এই লক্ষ্যকে সামনে রেখেই বাজেট করা হয়েছে৷ তিনি বাজারকে আরও প্রতিযোগিতামূলক করার আহ্বান করেছেন বাজেট পড়ার সময় বলে জানা গিয়েছে৷বাজেট পড়তে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনার আওতায় ৬.১১ কোটি কৃষক রয়েছেন৷ তিনি স্বীকার করেন, কৃষি ক্ষেত্রে ব্যাপক পরিমাণ বিনিয়োগের প্রয়োজন৷ দেশের ১০০টি জেলায় জলের সমস্যা রয়েছে৷ সেই কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে৷ তিনি কৃষিকাজ অক্ষুণ্ণ রাখতে ওই জেলাগুলোতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন৷ দেশের ২০ লক্ষ কৃষককে সোলার পাম্পসেট দেওয়া হবে বলেও তিনি বাজেটে উল্লেখ করেছেন৷ 

কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড বিতরণের কথা বাজেটে সীতারমণ উল্লেখ করেছেন৷ এছাড়া কৃষিপণ্য সরবরাহ করার ক্ষেত্রে রেলে কৃষকদের বিশেষ সুবিধা দেওয়ার কথাও তিনি জানিয়েছেন৷ তিনি জানিয়েছেন, ভারতীয় রেলের সঙ্গে পিপিপি মডেলে ট্রেন চলবে৷ এর ফলে কৃষকদের কৃষিপণ্য সরবরাহ করা সুবিধা হবে বলেও তিনি জানিয়েছেন৷ কৃষি উড়ান লঞ্চ করার কথাও তিনি বলেন৷ এই উড়ানের মাধ্যমে শুধুমাত্র কৃষিপণ্য সরবারহ করা হবে বলে জানানো হয়েছে৷ কৃষকদের জন্য আনা হবে ভিলেজ স্টোরেজ৷ তবে কৃষি কাজে জল ও সার প্রয়োগে নিয়ন্ত্রণ আনার কথা তিনি উল্লেখ করেছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 5 =