NPS-এর টাকা আছে? এবার অনলাইনে তোলা যাবে সঞ্চয়

NPS-এর টাকা আছে? এবার অনলাইনে তোলা যাবে সঞ্চয়

2c0bfafd87b5d8d1cbe7276b8c7b59ba

নয়াদিল্লি: করোনা প্যান্ডেমিকে দেশের নাগরিদের সমস্যা কমাতে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র৷ এবার ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস)-এর গ্রাহকরা যাতে সহজেই টাকা তুলতে পারেন সেই পদক্ষেপ করল পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)৷ 

সরকারি সেভিং স্কিম এনপিএস-এর গ্রাহকরা  টাকা তোলার জন্য প্রয়োজনীয় নথিপত্র অনলাইনেই জমা করতে পারবেন বলে জানিয়েছে PFRDA৷ আগামী ৩০ জুন পর্যন্ত এই সুবিধা লাগু থাকবে বলে জানানো হয়েছে৷ দেশেজুড়ে দীর্ঘ লকডাউনে বিভিন্ন ক্ষেত্রে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন৷ এই পরিস্থিতিতে ইপিএফও এবং এনপিএস-এর মতো একাধিক সরকারি সেভিংস প্রকল্পে টাকা তোলার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে৷ দিন কয়েক আগে PFRDA জানায়, নির্দিষ্ট কিছু শর্ত পূরণের পর আমানতকারীরা তাঁদের সঞ্চিত অমানতের নির্দিষ্ট অংশ তুলে নিতে পারবেন৷ 

2c0bfafd87b5d8d1cbe7276b8c7b59ba

অফলাইনে টাকা তোলার পূর্ববর্তী নিয়ম-

বার্ধক্য সুরক্ষা দেওয়া সরকারের এই পেনশন সহ বিনিয়োগ প্রকল্পে টাকা তোলার জন্য আগে উইথড্রল ফর্ম পূরণ করতে হত৷ এর পর আবেদন পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সেই ফর্ম জমা দিতে হত নোডাল অফিসার বা পয়েন্টস অফ প্রজেন্স (পিওপি)-এর কাছে৷ নোডাল অফিসার বা পিওপি সেই তথ্য যাচাই করার পর তা সিআরএ সিস্টেমে জমা করত৷ 

be2994b60adde99d223d0fe364eec79b

বর্তমান অনলাইন প্রক্রিয়া- 

বর্তমান পরিস্থিতিতে উপভোক্তাদের পক্ষে সবসময় সশরীরে দফতরে গিয়ে ডকুমেন্ট জমা করা সম্ভব নয়৷ তাই অনলাইনেই স্ক্যান করা স্ব-প্রত্যয়িত ডকুমেন্ট যাচাই করে দেখবে নোডাল অফিসার বা পিওপি৷ তথ্য ঠিক থাকতে সেই আবেদন প্রসেস করা হবে৷ তবে গ্রহকদের রেজিস্টার ই-মেল আইডি থেকেই ডকুমেন্ট পাঠাতে হবে৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *