এবার কি সারদা-কাণ্ডে চিদাম্বরমের খাতা খুলবে সিবিআই?

কলকাতা: আইএনএক্স মিডিয়ার পর এবার কি সারদা কাণ্ডেও চিদাম্বরমের বিরুদ্ধে খাতা খুলতে চলেছে সিবিআই৷ বাংলার রাজনীতির আকাশে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷ কেননা এই সারদা কেলেঙ্কারির সঙ্গেই জড়িয়ে ছিল চিদাম্বরমের পরিবার৷ সারদাকাণ্ডে খোদ চিদাম্বরমের নাম জড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সালের এপ্রিলে সারদাকাণ্ডে তদন্তে ইডির তৎপরতা শুরু হতেই জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী

b436f4ed8b0773dcbc796f9608b505c1

এবার কি সারদা-কাণ্ডে চিদাম্বরমের খাতা খুলবে সিবিআই?

কলকাতা: আইএনএক্স মিডিয়ার পর এবার কি সারদা কাণ্ডেও চিদাম্বরমের বিরুদ্ধে খাতা খুলতে চলেছে সিবিআই৷ বাংলার রাজনীতির আকাশে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে৷

কেননা এই সারদা কেলেঙ্কারির সঙ্গেই জড়িয়ে ছিল চিদাম্বরমের পরিবার৷ সারদাকাণ্ডে খোদ চিদাম্বরমের নাম জড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সালের এপ্রিলে সারদাকাণ্ডে তদন্তে ইডির তৎপরতা শুরু হতেই জনসভার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে আক্রমণ করেন৷ চিদাম্বরমের স্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি৷ এর পাল্টা হিসেবে চিদাম্বারাম সাংবাদিক বৈঠক করে জবাব দেন৷

সারদার অর্থলগ্নি সংস্থার রামর্শদাতা হিসেবে নিয়োজিত ছিলেন চিদাম্বারামের নলিনী চিদাম্বারাম৷ জানা গিয়েছে, সারদা গোষ্ঠীর থেকে ২০১০ সালে কমপক্ষে এক কোটি ৪৪ লক্ষ টাকা আইনি পরামর্শ দাতা হিসেবে পারিশ্রমিক নিয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরমের স্ত্রী নলিনীদেবী৷ তিনি পেশায় আইনজীবী৷ সারদা গোষ্ঠীরকে একাধিক সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে সিবিআই সূত্রে খবর সিবিআই সূত্রে খবর৷

চিদাম্বারাম পত্নীর সঙ্গে সারদাকর্তার পরিচয় করিয়ে দিয়েছিলেন তৎকালীন মন্ত্রী মাতঙ্গ সিংহ ও মনোরঞ্জনা সিংহ৷ যদিও সারদা কাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই ওই দু’জনকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই৷ জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতে সারদার মিডিয়া ব্যবসার বিস্তার ঘটাতে মাতঙ্গ সিংহ ও মনোরঞ্জনা সিংহ গুরুদায়িত্ব পালন করেছিলেন৷

যদিও এর আগে নলিনী চিদাম্বরম সিবিআই জেরার মুখে জানিয়েছিলেন, তিনি শুধুমাত্র আইনি পরামর্শদাতা হিসেবে সারদা গোষ্ঠীর কাছ থেকে পারিশ্রমিক নিয়েছিলেন৷ এর সঙ্গে অন্যকোন দুর্নীতিতে তিনি কখনও জড়িত ছিলেন না৷ সারদার ব্যবসা সংক্রান্ত কোনও বিষয়ে তিনি প্রভাব খাটাননি৷ তবে এই দাবি পরেও সিবিআই সপ্তম সাপ্লিমেন্টারি চার্জশিট নলিনীদেবীর নাম অন্তর্ভুক্ত করে৷

ইতিমধ্যেই আইএনএক্স মিডিয়া কেলেঙ্কারিতে পি চিদাম্বরমকে গ্রেপ্তার করেছে সিবিআই৷ আজ দুপুর দুটোই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে৷ কিন্তু আইএনএক্স মিডিয়ার পর সারদা কেলেঙ্কারি নিয়ে এবার প্রশ্নের মুখে পড়তে চলেছেন পি চিদাম্বরম৷ রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, খুব সম্ভবত সারদায় তাঁকে বেশ কিছু প্রশ্ন করতে পারে সিবিআই৷ সে ক্ষেত্রে তাঁর স্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে পারে সিবিআই৷ একইসঙ্গে সারদার থেকে তাঁর পরিবার কতটা প্রভাবিত হয়েছে সেই নিয়েও বিস্তারিত আলোচনায় উঠে আসতে পারে বলেও সূত্রে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *