মোদির কেন্দ্রেও NOTA-র দাপট, ব্যাপক প্রভাব বাংলায়

আরা: নেই প্রচার৷ নেই কোনও প্রার্থী৷ তবুও লোকসভায় রেকর্ড গড়ল নোটা৷ ফের নির্বাচনী পদপ্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াল নোটা৷ নোটার কাছে কার্যত পরাস্থ হতে হতে শেষ মুহূর্তে জয়ী বিজেপি প্রার্থী৷ শুধু বিজেপি প্রার্থীই নয়, খোদ মোদিক কেন্দ্রেও নোটার হিড়িক৷ শুনতে অবাক লাগলেও বিহারের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে নোটা৷ নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, আরায় মোট

মোদির কেন্দ্রেও NOTA-র দাপট, ব্যাপক প্রভাব বাংলায়

আরা: নেই প্রচার৷ নেই কোনও প্রার্থী৷ তবুও লোকসভায় রেকর্ড গড়ল নোটা৷ ফের নির্বাচনী পদপ্রার্থীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াল নোটা৷ নোটার কাছে কার্যত পরাস্থ হতে হতে শেষ মুহূর্তে জয়ী বিজেপি প্রার্থী৷ শুধু বিজেপি প্রার্থীই নয়, খোদ মোদিক কেন্দ্রেও নোটার হিড়িক৷

শুনতে অবাক লাগলেও বিহারের দ্বিতীয় সর্বোচ্চ ভোট পড়েছে নোটা৷ নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, আরায় মোট ৫ লক্ষ ৬৬ হাজার ৪৮০টি ভোট পেয়েছেন৷ বিজেপির জয়ী প্রার্থী আর কে সিং। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নোটা৷ ২১ হাজার ৮২৫টি ভোট পড়েছে নোটায়৷ সামগ্রিকভাবে রাজ্যগুলির মধ্যে নোটায় সবচেয়ে বেশি ভোট পড়েছে বিহারে৷ এই রাজ্যের ৪০টি আসনে মোট প্রদত্ত ভোটের ২ শতাংশ পড়েছে নোটায়৷

নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী, পশ্চিমবঙ্গে নোটায় ভোট পড়েছে ০.৯৬ শতাংশ। গুজরাতে পড়েছে মোট প্রদত্ত ভোটের ১.৩৮ শতাংশ। উত্তরপ্রদেশে নোটায় ভোট পড়েছে ০.৮৪ শতাংশ। রাজস্থানে সামগ্রিকভাবে ৩ লক্ষ ২৭ হাজার মানুষ নোটায় ভোট দিয়েছেন। এই রাজ্যে সিপিএম, সিপিআই ও বিএসপির মতো দলগুলির থেকে বেশি ভোট নোটায় গিয়েছে৷ রাজধানী দিল্লিতে ৪৫ হাজার ভোট পড়েছে নোটায়৷ পাঞ্জাবে পড়েছে ১ লক্ষ ৫০ হাজার ভোট৷ গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বারাণসীতে এবার ৪ হাজার ৩৭টি ভোট নোটায় পড়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − four =