মোদির কেন্দ্রে NOTA-য় ভোটের প্রচার আরএসএস ও হিন্দু সংগঠনের

বারণসী: নরেন্দ্র মোদির কেন্দ্রে ‘নোটা’য় ভোট দেওয়ার জন্য লাগাতার প্রচার আরএসএস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। স্বদেশী গারণ মঞ্চের নেতা এবং বিজেপি’র প্রাক্তন ‘থিঙ্ক ট্যাঙ্ক’ গোবিন্দাচার্য ও তাঁর অনুগামীরা আদাজল খেয়ে নেমেছে গো-বলয়ের রাজ্য উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য প্রদেশে ‘নোটা’র প্রচারে। ‘‘বারণসীতে এবার অন্তত এক লক্ষ ভোট নোটায় পড়বে,’’ মন্তব্য উমা ভারতীর প্রাক্তন প্রচার সচিব

1aceaea7730f40fdbd27abb65af820cd

মোদির কেন্দ্রে NOTA-য় ভোটের প্রচার আরএসএস ও হিন্দু সংগঠনের

বারণসী: নরেন্দ্র মোদির কেন্দ্রে ‘নোটা’য় ভোট দেওয়ার জন্য লাগাতার প্রচার আরএসএস সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের। স্বদেশী গারণ মঞ্চের নেতা এবং বিজেপি’র প্রাক্তন ‘থিঙ্ক ট্যাঙ্ক’ গোবিন্দাচার্য ও তাঁর অনুগামীরা আদাজল খেয়ে নেমেছে গো-বলয়ের রাজ্য উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য প্রদেশে ‘নোটা’র প্রচারে।

‘‘বারণসীতে এবার অন্তত এক লক্ষ ভোট নোটায় পড়বে,’’ মন্তব্য উমা ভারতীর প্রাক্তন প্রচার সচিব রূপেশ পান্ডের। আরএসএস’র বিশাল সংখ্যক কর্মী নোটায় ভোট দেওয়ার জন্য লাগাতার প্রচারে নেমেছে নির্বাচিত প্রার্থী অক্ষম হলে তাকে প্রত্যাহার করার অধিকারের দাবিতে, মন্তব্য গোবিন্দাচার্যের।

গত ১৫ মার্চ বারাণসীতে প্রায় ৩০০ জন কর্মীকে নিয়ে নোটার সপক্ষে বিরাট সভাও করা হয়েছে বলে দাবি রূপেশ পান্ডের। ‘‘এই সভা অত্যন্ত কার্যকরী হয়েছে উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য প্রদেশের শেষ পাঁচ দফার ভোটে,’’ দাবি তার। রূপেশ পান্ডের আরো দাবি, বিরাট সংখ্যক বিজেপি সমর্থকরা এবার নোটায় ভোট দেবে কারণ তারা বিজেপি’র নানা কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট। ‘‘যেহেতু তারা কট্টর বিজেপি সমর্থক তাই অন্য কোনও দলকে ভোট দেওয়ার বদলে প্রতিবাদ জানাতে ব্যবহার করবে নোটা,’’ মন্তব্য তার। প্রধান মন্ত্রীর ‘বিশ্বনাথ করিডর’ নিয়েও বিক্ষুব্ধ বারাণসীর মানুষ কারণ এর ফলে বহু পুরানো বাড়ি ভেঙে ফেলা হয়েছে। ‘পাক্কা মহল,’ বারাণসীর একটি সুপ্রাচীন জায়গা এবং সঙ্ঘ পরিবারের অন্যতম শক্ত ঘাঁটি। ‘‘পাক্কা মহলের মানুষও বিজেপিকে ভোট দেবে না এবার। তারা নোটায় ভোট দেবে,’’ জানান রূপেশ। সব মিলিয়ে দুশ্চিন্তায় গেরুয়া ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *