স্যার নয়, কলেজ ছাত্রীকে নাম ধরে ডাকতে বললেন রাহুল, তারপর… দেখুন ভিডিও

নয়াদিল্লি: “স্যার নয়, আমাকে রাহুল নামে ডাকলে স্বচ্ছন্দ বোধ করি।” এদিন চেন্নাইয়ের স্টেলা মরিস কলেজের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রী আজরার উদ্দেশ্যে একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ডেনিম জিন্স ও কালো টিশার্টের রাহুল ৪৮ ছুঁলেও মন থেকে এখনও যে ২২-র কোঠা পেরোননি তা মনে করিয়ে দিতে ভোলেননি। কংগ্রেস সভাপতির এমন স্বতঃস্ফূর্ত আচরণে অভিভূত কলেজের পড়ুযারা। বুধবার

স্যার নয়, কলেজ ছাত্রীকে নাম ধরে ডাকতে বললেন রাহুল, তারপর… দেখুন ভিডিও

নয়াদিল্লি: “স্যার নয়, আমাকে রাহুল নামে ডাকলে স্বচ্ছন্দ বোধ করি।” এদিন চেন্নাইয়ের স্টেলা মরিস কলেজের মঞ্চে দাঁড়িয়ে ছাত্রী আজরার উদ্দেশ্যে একথাই বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ডেনিম জিন্স ও কালো টিশার্টের রাহুল ৪৮ ছুঁলেও মন থেকে এখনও যে ২২-র কোঠা পেরোননি তা মনে করিয়ে দিতে ভোলেননি। কংগ্রেস সভাপতির এমন স্বতঃস্ফূর্ত আচরণে অভিভূত কলেজের পড়ুযারা।  বুধবার চেন্নাইয়ের ওই কলেজটিতে পড়ুয়াদের সঙ্গে রাহুল গান্ধীর একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল, সেখানেই এই অভিনব ঘটনাটি ঘটে।

স্যার নয়, কলেজ ছাত্রীকে নাম ধরে ডাকতে বললেন রাহুল, তারপর… দেখুন ভিডিওএখানেই শেষ নয়, রাহুলের কথায় যখন লজ্জায় লাল হয়ে উঠেছেন ছাত্রী আজরা তখন উপস্থিত দর্শকরাও গান্ধী পরিবারের বর্তমান উত্তারধিকারের বক্তব্যে বাহবা দিতে ভোলেননি। পড়ুয়া ও রাহুলের প্রশ্নোত্তর পর্বের সঙ্গে খাপ খায় এমন আবহ সংগীত বাজছিল মঞ্চে, রাহুল একসময় মজা করে বলেই ফেললেন আমারে আবার গানের অনুরোধ করবেন না। তাঁর এহে মন্তব্যের সঙ্গেসঙ্গেই হাসির কলরোল উঠল দর্শকাসনে। এক ছাত্রী নোট বাতিল নিয়ে প্রশ্ন করতেই পালটা প্রশ্ন ছুঁড়ে দিলেন কংগ্রেস সভাপতি জানতে চাইলেন ওই পড়ুয়ার কাছে নোট বাতিল আসলে কী? সেই সঙ্গে জুড়ে দিলে সে নোট বাতিলের ঘোষণাকে সমর্থন করে কি না? ওই পড়ুয়া-সহ অন্যান্যরা তৎক্ষণাৎ জানিয়ে দেয় না।

এরপরেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে মুখ খোলেন রাহুল। বলেন, “নোট বাতিল আসলে বিরাট বড় মাপের ভুল। এতবড় সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের যুব সমাজ তথা আগামীর ভবিষ্যৎ ছাত্র সমাজের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা করা উচিত ছিল, তাদের মতামত জানার একটা চেষ্টা তিনি করতেই পারতেন। কিন্তু তা করেননি, আসলে তিনি জানতেন উত্তর তাঁর বিপক্ষেই যাবে।”

রাহুল জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কোলাকুলি রীতিমতো আলোচনার বিষয় ছিল, সেই ২০১৪-র লোকসভা নির্বাচন তখন তিনি তরুণ ছিলেন। এই বক্তব্যের প্রায় সঙ্গেসঙ্গেই বলেন আজও তরুণ তবে বয়স একটু বেড়েছে, অভিজ্ঞতার ঝুলিও ভরেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 1 =