নয়াদিল্লি: কৃষকদের আয় বৃদ্ধিতে কৃষিপণ্য রপ্তানি নীতি (এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি) ঘোষিত হয়েছে। বুধবার এই পলিসি নিয়ে মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি আয়োজিত এক আলোচনা সভায় এমনটা জানিয়েছেন ‘নাবার্ড’-এর জেনারেল ম্যানেজার বি আর পট্টনায়েক।
তিনি বলেন, দেশে এতদিন এমন পলিসি ছিল না। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যেই এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি ঘোষিত হয়েছে। এবারই প্রথম ‘এগ্রিকালচার অফিসারদের’ আপাতত ১৫টি দেশে ভারতের দূতাবাসগুলিতে পোস্টিং দেওয়া হচ্ছে। যাঁদের প্রধান কাজ হবে দেশের কৃষিজাত পণ্যকে তুলে ধরা। কেন্দ্রের ঘোষিত এগ্রিকালচার এক্সপোর্ট পলিসি রাজ্য সরকার এখনও গ্রহণ করেনি বলে এদিনের সভায় জানিয়েছেন রাজ্যের কৃষি বিপণন দপ্তরের জয়েন্ট সেক্রেটারি এ কে দাস। তিনি বলেন, এই ধরনের পলিসি আগে ছিল না। সেই অর্থে নতুন। বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। কৃষিজাত পণ্য বাজারজাত করতে রাজ্য সরকার যেসব পদক্ষেপ করেছে, তা তুলে ধরেন তিনি। সেই সূত্রেই সুফল বাংলা স্টল, কৃষক বাজার সহ নানা উদ্যোগের কথা এদিনের সভায় জানিয়েছেন তিনি। জৈব সব্জি উৎপাদনে রাজারহাটে ‘অর্গানিক হাব’ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্তা। আম এবং আলুর জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই বিভিন্ন জেলায় ক্লাস্টার চিহ্নিতকরণ করেছে বলে জানিয়েছেন তিনি।