টিকিট কনফার্ম হচ্ছে না? নয়া ব্যবস্থা আনছে রেল

নয়াদিল্লি: শেষ মুহূর্তে রেলের টিকিট কাটার ক্ষেত্রে আসন নিশ্চয়তা দিতে নয়া ব্যবস্থা আনতে চলেছে ভারতীয় রেল৷ চলতি বছরের ডিসেম্বর নাগাদ নয়া ব্যবস্থা চালু করে টিকিট কনফার্ম না হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যাবে বলে খবর৷ ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সমস্যা সমাধানে ট্রেনের আসন সংখ্যা বাড়িয়ে দিয়ে দেওয়া হবে৷ যাতে আগামী দিনে ওয়েটিং লিস্টে

নয়াদিল্লি: শেষ মুহূর্তে রেলের টিকিট কাটার ক্ষেত্রে আসন নিশ্চয়তা দিতে নয়া ব্যবস্থা আনতে চলেছে ভারতীয় রেল৷ চলতি বছরের ডিসেম্বর নাগাদ নয়া ব্যবস্থা চালু করে টিকিট কনফার্ম না হওয়ার ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যাবে বলে খবর৷

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, যাত্রী সমস্যা সমাধানে ট্রেনের আসন সংখ্যা বাড়িয়ে দিয়ে দেওয়া হবে৷ যাতে আগামী দিনে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের টিকিট কনফার্ম করানো যায় তার ব্যবস্থা করছে রেল৷ জানা গিয়েছে, ট্রেনে বিদ্যুতের যোগান দিতে দুটি পাওয়ার ভ্যান থাকবে৷ সেই পাওয়ার ভ্যানের সাহায্যে ট্রেনে লাইট জ্বলে৷ ভারতীয় রেল চাইছে ওই পাওয়ার কোন দরকার নেই৷ পরিবর্তে ওভারহেড সৌরশক্তি বসিয়ে সেখান থেকেই বিদ্যুৎ যোগান দেওয়া যাবে৷ আর এই পাওয়ার ভ্যানের পরিবর্তে দুটি বগি বাড়ানো সম্ভব হবে৷ আর তাতেই যাত্রী সংখ্যা বাড়ানো যেতে পারে৷ এর ফলে কনফার্ম না হওয়া টিকিটের সমস্যা অনেকটাই সমাধান হবে বলে মনে করছে ভারতীয় রেল৷ আগামী ডিসেম্বর মাস থেকে নেওয়া এই ব্যবস্থা চালু করতে চলেছে ভারতীয় রেল৷

একইসঙ্গে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, অনেক সময় দেখা যায় ট্রেন ছাড়ার পর অনেকে টিকিট বাতিল হয়ে যায়৷ এক্ষেত্রে অন্য কেউ ওই আসনে বসতে পারেন না৷ আর এই সমস্যা সমাধানে টার্মিনাল ডিভাইস ব্যবহার করে জানা যাবে, কোন আসনে টিকিট ক্যানসেল হয়েছে৷ ফাঁকা আসনে নতুন যাত্রীদের বসার ব্যবস্থা করা হতে পারে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =