লকডাউনে সুখবর! কমল রান্নার গ্যাসের দাম, বাংলায় কত?

লকডাউনে সুখবর! কমল রান্নার গ্যাসের দাম, বাংলায় কত?

নয়াদিল্লি: লকডাউনের মধ্যেই মিলল সুখবর৷ আরও কমল ভর্তুকিহীন এলপিজি গ্যাসের দাম৷ এই নিয়ে পরপর তিন মাস দাম কমল এলপিজি সিলিন্ডারের৷ শুক্রবার থেকেই নয়া দাম কার্যকর হবে মেট্রো সিটিগুলিতে৷

দেশের তেল সংস্থাগুলি (এইচপিসিএল, বিপিসিএল, আইওসি) ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই কমিয়েছে৷ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চারটি শহরে কার্যকর করা হচ্ছে রান্নার গ্যাসের নয়া দাম। 

দিল্লিতে প্রতি ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১৬২.৫ টাকা কমে গিয়েছে৷ প্রতি সিলিন্ডারের দাম হয়েছে ৫৮১.৫০ টাকা৷ এর আগে দাম ছিল ৭৪৪ টাকা৷ অন্যদিকে ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ২৫৬ টাকা কমে ১০২৯.৫০ টাকা হয়েছে৷

মুম্বইয়ে প্রতি ১৪.২ কিলোগ্রাম এলপিজি গ্যাসের দাম কমছে ১৩৫ টাকা ৫০ পয়সা৷ ১ মে থেকে মুম্বইয়ে রান্নার ভর্তুকিহীন গ্যাসের দাম হচ্ছে ৫৭৯ টাকা৷ আগে যা ছিল ৭১৪.৫০ টাকা৷ 

এদিকে, কলকাতায় রান্নার গ্যাসের দাম ৭৭৪.৫০ থেকে কমে হয়েছে ৫৮৪.৫০ টাকা৷ ফলে অনেকটাই রেহাই পাবে কলকাতার মানুষ৷ চেন্নাইয়ে সিলিন্ডারের দাম ৭৬২.৫০ থেকে কমে ৫৬৯.৫০ টাকা হয়েছে৷ 
উল্লেখ্য, বর্তমানে প্রতিটি পরিবারকে বছরে ১২টি ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডার দেয় সরকার৷ অতিরিক্ত গ্যাসের জন্য বাজার চলতি দাম দিয়েই এলপিজি সিলিন্ডার কিনতে হয় ক্রেতাদের৷ 

লকডাউনের আজ ৩৮ তম দিনেও অপরিবর্তিত পেট্রোল ও ডিজেলের দাম৷ লকডাউনের জেরে দেশে পেট্রোল ও ডিজেলের চাহিদা কমে গিয়েছে অনেকটাই৷ আইওসিএল-এর ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৬৯.৫৯ টাকা ও ডিজেলের দাম ৬২.২৯ টাকা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *