নাৎসি শাসনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ভারতে! উদ্বিগ্ন বাঙালি নোবেলজয়ী অভিজিৎ

নাৎসি শাসনের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ভারতে! উদ্বিগ্ন বাঙালি নোবেলজয়ী অভিজিৎ

b36c45d6d424cc7edf06df52508f60d3

নয়াদিল্লি: জেএনইউ ক্যাম্পাসে হিংসার ঘটনায় উদ্বিগ্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর মতে, বিশ্বের দরবারে ভারতের ভাবমূর্তি নিয়ে চিন্তিত যে কোনও ভারতীয়ই তাঁরই মতো উদ্বিগ্ন৷ সেদিন ঠিক কী ঘটেছিল, তা জানানো উচিত মোদি সরকারের৷ একইসঙ্গে নোবেলজয়ী এই অর্থনীতিবিদের দাবি, বর্তমানে ভারতের যে পরিস্থিতি তার সঙ্গে নাৎসি শাসনের দিকে এগিয়ে চলা জার্মানিতে প্রভূত মিল রয়েছে৷

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ স্বাভাবিকভাবেই রবিবারের হিংসা ও রক্তপাতের ঘটনা নিয়েভিটাই তিনি উদ্বেগ দমিয়ে রাখতে পারেননি৷ প্রতিবাদের সুর চড়িয়ে তাঁর বক্তব্য, যে সময় জার্মানি নাৎসি শাসনের দিকে এগচ্ছিল, তার বহু প্রতিধ্বনি শোনা যাচ্ছে বর্তমান ভারতের শাসন ব্যবস্থার মধ্যে৷ তাঁর মতে, ভারত আজ সংকটের মুখে৷

আটের দশকে জেএনইউ থেকে স্নাতকোত্তর পাশ করেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ অর্থমন্ত্রী নির্মল সীতারমনের সহপাঠী তিনি৷ বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বলেন, ‘‘যাঁরা আঘাত পেয়েছেন, তাঁদের জন্য আমি সত্যিই উদ্বিগ্ন৷ প্রত্যেকের দ্রুত আরোগ্য কামনা করি৷’’

বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভে শামিল থাকার জন্য একসময় তিহার জেলে ঠাঁই হয়েছিল এই অর্থনীতিবিদদের৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের উপর যেভাবে হামলার ঘটনা ঘটল, তা কোনওভাবেই মানতে পারছেন না তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *